দক্ষিণ আফ্রিকাতে জঘন্য হারের পর ভাবনায় ভারতীয় ক্রিকেট বোর্ড, আগামীতে কে তিন ধরনের ক্রিকেটে নেতৃত্ব দিতে পারবে। আপাতত সেই ভাবনা থেকে সরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে এক দিবসীও এবং টি ২০ র দল ঘোষিত হল। অনেক নতুন মুখের সমাগম হয়েছে দলে। অবশ্য ওদের বেশিরভাগই ইতিমধ্যে আইপিএলে খেলছেন। আইপিএলে খেলা মানে নিয়মিত বিদেশি খেলোয়াড়দের সান্নিধ্যে এসেছেন তাঁরা এবং এবারের দলে যাঁরা এলেন, তাঁদের অভিজ্ঞতাও নেহাত কম কিছু নয়। টি ২০ ম্যাচে কে যে কখন ভালো খেলে দেবে, তার ঠিক নেই। তবে যাঁরা আইপিএল খেলেছেন বা খেলছেন, তাঁদের ভারতীয় দলে নেওয়াতে আখেরে সুবিধাই হবে বলে ধারণা ক্রিকেট সিলেক্টরদের।
এবার অনেককেই বাদ দেওয়া হল মূল দল থেকে এবং অনেককেই বিশ্রাম দেওয়া হল। এমনিতে ওয়েস্ট ইন্ডিজ দল এই মুহূর্তে সেরকম ভালো খেলছে না। তাই পরীক্ষামূলক দল করা যেতেই পারে, ধারণা বোর্ডের। রবিচন্দ্রন অশ্বিনকে বাদ রাখা হয়েছে। কারণ দক্ষিণ আফ্রিকায় তাঁর সাদা বলের ক্রিকেটে ফর্ম ভালো ছিল না, সেখানে কুলদীপের মতো খেলোয়াড়কে ফিরিয়ে আনা হয়েছে। ভারতীয় পেসারদের মধ্যে প্রধান জুটি মহম্মদ শামি এবং জাসপ্রিত বুমরাকে বিশ্রামে পাঠানো হয়েছে। কারণ প্রথমত তাঁরা ফাস্ট বোলার। বেশিদিন নিয়মিত ব্যবহারে চোট-আঘাত আসতে পারে। তার সঙ্গে গত ৬ মাস ধরে ক্রমাগত সফর করে তাঁরা ক্লান্তও বটে। সেক্ষেত্রে সিরাজ বা অন্য পেসারদের উপর নির্ভর করতে হবে। চেতেশ্বর পূজারার নাম সিলেক্টরদের মধ্যে আসেনি, কাজেই তিনি বাদ। অজিঙ্কা রাহানের ইদানিং ফর্মে খোদ কোচ রাহুল দ্রাবিড় বিরক্ত। ফলে তাঁকেও বাদ রাখা হয়েছে। রোহিতের পাশাপাশি ভালো ব্যাটার রয়েছেন কোহলি, লোকেশ রাহুল ইত্যাদি। তবে আগামী শ্রীলংকা সফরে ফের এঁরাই দলে ফিরতে পারেন, যদি এবারের কেউ ফ্লপ করেন।