ব্রেকিং নিউজ
footballer-Surjit-in-great-crisis-given-ventilation
Football মহা সঙ্কটে ফুটবলার সুরজিৎ, দেওয়া হল ভেন্টিলেশনে

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-29 18:38:01


নব্য করোনা সম্বন্ধে একটি কথা শোনা যাচ্ছিল, এটি ওমিক্রনের গ্রুপ। এই তৃতীয় ঢেউয়ের করোনা সংক্রমণে একটি স্বস্তিকর বিষয় পাওয়া গিয়েছিল, এটি নাকি তেমন জটিল নয়। তিন-চারদিনের সর্দিজ্বরের মতো, যেখানে স্বাদগন্ধ যাচ্ছে না। অক্সিজেনের মাত্রা ঠিক থাকছে এবং হাসপাতালে যাওয়ার প্রবণতাও একেবারেই কম। চিকিৎসকের কাছেও খুব একটা কেউ যাচ্ছেন না। সবাই ধরে নিয়েছেন, করোনা এবার যাওয়ার পথে।

কিন্তু সমস্যা একেবারেই বিদায় নিয়েছে, এমন দাবি করতে পারা যাবে না মোটেই। জানা যাচ্ছে, কো-মরবিডিটি বা শারীরিক অক্ষমতা বা শক্তি যাঁদের কম, তাঁরা বেশি ভুগছেন। পাশাপাশি আগেকার 'ডেল্টা করোনা' যে একেবারেই চলে গিয়েছে, এমন দাবিও কেউ করতে পারবেন না। সম্প্রতি বেশ কয়েকজন ব্যক্তির মৃত্যু হয়েছে। চলে গিয়েছেন সুভাষ ভৌমিকের মতো ফুটবলার। তারপরেও এই রোগকে একেবারে উড়িয়ে দেওয়া যায় কি? যে সমস্যা হয়েছে সুরজিৎ সেনগুপ্তর।

৭০ দশকের শিল্পী ফুটবলার সুরজিৎ। বলা যেতে পারে, এই দশকের অন্যতম সেরা ফুটবলার ভারতের। ফুটবল ছেড়ে সাংবাদিকতায় এসেছিলেন শিক্ষিত সুরজিৎ। লাল-হলুদের প্রাণপুরুষ আজ তাঁর লক্ষ দর্শককে চিন্তায় ফেলে দিয়েছেন। এই সেদিনও ইস্টবেঙ্গলের শতবর্ষে সম্মান গ্রহণ করতে এসেছিলেন। জানা গিয়েছিল, হার্টের রোগে ভুগছিলেন তিনি। বাইপাস অপারেশন হয়ে কয়েকটি স্টেনও নাকি বসেছিল বুকে। উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। একটা সময় প্রচুর সিগারেট খেতেন সুরজি। হার্ট অপারেশনের পর ছেড়ে দিয়েছিলেন, ডাক্তারের কড়া নির্দেশ ছিল জীবনযাত্রায়। দিব্যি চলছিল, এরই মধ্যে তাঁকে আক্রমণ করল করোনা। সেটা কি ডেল্টা না ওমিক্রন, জানা যায়নি। ভর্তি করা হয়েছিল বাইপাসের এক হাসপাতালে। অক্সিজেন কমে গিয়েছিল, জ্বর ছিল, সঙ্গে অন্য উপসর্গ। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ রাজ্য সরকার সহযোগিতা করেছিল। কিন্তু দিন দুয়েক হল, অবস্থা সঙ্কটজনক হয়েছে। কিছু আগের খবর, রক্তচাপ ওঠানামা করছে, অক্সিজেন কখনও ৯৪ থেকে ৯৭ এ ঘোরাফেরা করছে। বিপত্তি দেখে তাঁর চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেশনে দিয়েছেন। এবার শুধুই ভাবনা সবার।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন