২০১৪ থেকে অধিনায়কত্ব ছাড়ার পালা শুরু। সেই পালার বৃত্ত সম্পূর্ণ হল বৃহস্পতিবার। চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়কত্ব ছাড়লেন এমএস ধোনি (MS Dhoni)। ব্যাটন তুলে দিলেন রবীন্দ্র জাদেজার হাতে। ১৪ বছর পর আইপিএল-এর (IPL) অন্যতম সফল দলের অধিনায়কত্ব ছাড়লেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক। তবে আইপিএল খেলে যাবেন তিনি। রীতিমতো বিবৃতি দিয়ে এদিন এই ঘোষণা করেছে দক্ষিণের এই আইপিএল টিম। আর ৪৮ ঘণ্টা বাদেই চলতি বছরের আইপিএল। ঘটনাচক্রে প্রথম ম্যাচে নামবে সেই সিএসকে। তার আগে ধোনির এই সিদ্ধান্তে কিছুটা হলেও হতাশ ক্রিকেটপ্রেমীরা।
২০০৮ সালে ধুমধাম করে শুরু হয়েছিল আইপিএল। তারপর এই বিনোদন ক্রিকেটকে ঘিরেছে একাধিক বিতর্ক। কিন্তু মাঝের বছর দুই বাদে বাকি সময় সিএসকে আর ধোনি সমার্থক ছিল। বেটিং-কাণ্ডে নাম জড়িয়ে বছর দুই নির্বাসিত হয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই দু'বছর পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন বিশ্ব ক্রিকেটের এমএস।
নির্বাসন কাটিয়ে ফিরে আসলেও, নেতা হিসেবে ধোনিতেই আস্থা রাখে সিএসকে ম্যানেজমেন্ট। পাল্টা ফিরিয়ে দেন এমএসডি। পুনর্জন্ম লাভের পর সিএসকে-কে তিন বার আইপিএল চ্যাম্পিয়ন করে ধোনি। ২০১২ সাল থেকে চেন্নাইয়ে এমএসডির সতীর্থ জাডেজা। আইপিএল মরশুমের মধ্যে একবার শুধু ধোনির অনুপস্থিতিতে সুরেশ রায়না চেন্নাইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। জাডেজা হলেন তৃতীয় ক্রিকেটার যিনি চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন।
২০১৪ সালে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন মাহী। তার দিন কয়েক পরেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৭ সালে এ দিনের ক্রিকেটের নেতৃত্ব ছাড়েন, উত্তরসুরী হিসেবে সামনে আসেন বিরাট কোহলি। খেলেন ২০১৯-র বিশ্বকাপও। এরপরেই হঠাৎ ২০২০-র ১৫ অগস্টের সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত সোশাল মাধ্যমে পোস্ট করেন তিনি। সেই থেকেই প্রশ্ন উঠছিল, আইপিএল খেলা ছাড়বেন কবে তিনি? যদিও ধোনি জানিয়ে দিয়েছিলেন, আইপিএলে খেলে যাবেন তিনি। সেই সুরেই এদিন সুর মিলিয়েছে সিএসকে।