ব্রেকিং নিউজ
  (15:40 PM)-ফের আগামি কাল গোয়া সফর করবেন অভিষেক বন্দোপাধ্যায়     (15:37 PM)-রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের জন্য ১০০০ কোটি টাকা ঋণ অনুমোদন করল বিশ্ব ব্যাঙ্ক     (14:19 PM)-কালিম্পং জেলার সামসিং ফাঁড়ির মণ্ডলগাও এবং খাসমহল গ্রামে ভল্লুকের আতঙ্ক      (14:17 PM)- বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে হাতির দলের তাণ্ডব। জখম ও মৃত একাধিক গবাদিপশু      (14:15 PM)-বাসন্তীতে উদ্ধার চারটি বেআইনি আগ্নেয়াস্ত্র। ধৃত এক। এলাকায় চাঞ্চল্য      (14:14 PM)-অবৈধ গ্যাস সিলিন্ডার রাখার অভিযোগে মঙ্গলকোটে গ্রেপ্তার এক ব্যক্তি     (14:13 PM)-ডোমজুড়ে পাওয়ার হাউসে অগ্নিকাণ্ড। একটি স্পঞ্জ কারখানায় আগুন     (14:12 PM)-বোমা বিস্ফোরণে জখম তিন শিশু। বহরমপুরের টিকটিকিপাড়া এলাকার ঘটনা     (10:42 AM)-মুম্বাইয়ের বহুতলে সকাল ৭টা নাগাদ আগুন, মৃত ২, হাসপাতালে ভর্তি ১৫     (10:40 AM)-৫ বি তিলজলা রোডে এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার, প্রাথমিক ধারণা আত্মহত্য়া     (10:03 AM)-প্রয়াত প্রাক্তন ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিক     (08:15 AM)-২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৯৪,৭৭৪, সুস্থ ২,৫১,৭৭৭      (08:07 AM)-করোনায় মৃত ৩৫, সংক্রমণের হার কমে ১২.৫৮ শতাংশ      (08:06 AM)-গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট করোনা আক্রান্ত ৯,১৫৪     (07:59 AM)-২২ থেকে ২৪ জানুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা     (07:58 AM)-পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা  
cricket-india-lost-series
cricket: ভারত সিরিজ হারালো


Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-14 19:29:01


নাহ রাহুল দ্রাবিড়ের স্কুলেও ভাগ্য পরিবর্তিত হলো না ভারতের। তৃতীয় টেস্টে ফের পরাজয়। সেঞ্চুরিয়ান, জোহানেসবার্গের পর কেপ টাউন, ব্যাটিংয়ের প্রবল ঘাটতি দেখা গেলো। প্রথম টেস্টে ভারত জিতেছে বোলারদের জন্য। দ্বিতীয় টেস্ট বা তৃতীয়তেও বোলাররা দুর্দান্ত বোলিং করলেন পক্ষান্তরে ব্যাটাররা দাগ কাটলোনা মোটেই। অবশ্য দক্ষিণ আফ্রিকার ব্যাটাররাও আহামরি কিছু এমন ব্যাট না করলেও আসল সময়ে অর্থাৎ শেষ দুটি টেস্টে পরে ব্যাট করে ম্যাচ বের করে নিয়ে গেল। দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের স্বপ্ন অধরা রয়ে গেল।

দক্ষিণ আফ্রিকার প্রতিটি মাঠ ছিল পেসারদের উপযুক্ত। দ্রুতগামী বল সঙ্গে সুইং। এই অবস্থা থেকেই খেলার প্রস্তুতি ছিল দুই দলের। দুই দলই তিন ম্যাচে তিন অথবা চার পেসার নিয়ে খেলেছে। এবারের সফরে ভারতের মহাম্মদ শামি মাঠ এবং বোলিংয়ে দুর্দান্ত ভাবে নিজেকে মানিয়ে নিয়ে ছিলেন। বুমরাও খারাপ বল করেন নি,সফল ভাবেই বোলিং করেছেন। আর ছিলেন মোহাম্মদ সিরাজ।  কিন্তু পিঠে ছোট থাকায় তৃতীয় টেস্টে খেলতে পারেন নি। তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত কিন্তু যথারীতি ধস নামে ওপেনিং জুটিতে। কোনও ভাবে তৃতীয় উইকেটে কোহলি এবং কিছুটা পূজারা খেলা ধরেছিলেন।

কোহলি বহুদিন বাদে ভালো খেললেন এই টেস্টে। প্রথম ইনিংসে মূল্যবান ৭৯ রানে ভর দিয়ে ভারত ২২৩ রান করে। এরপর দক্ষিণ আফ্রিকা ব্যাট করে মাত্র ২১০ রানে সবাই আউট হয়ে যায়। কিগান পিটারসন ৭২ রান করেন।  দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের ব্যাটিংয়ে ফের ধস নামে মাত্র ১৯৮ রানে সবাই আউট হয়ে যায়।  ঋষভ পন্থ অবশেষে দুর্দান্ত ব্যাট করে সেঞ্চুরি পান। পন্থের সেঞ্চুরি ছাড়া আর খানিকটা ব্যাট করেন অধিনায়ক বিরাট কোহলি , করেন ২৯ রান ।পরে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ২১২ রান করে ৭ উইকেটে জয় পায়। এবারের সফরে অজিঙ্ক রাহানে সম্পূর্ণ ব্যর্থ । ব্যর্থ বেশ কিছুটা পূজারাও। এবারে এদের বিকল্প নিয়ে ভাবার কথা।
All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us