রাশিয়া-ইউক্রেন (Russia invades Ukraine) সংকটের আবহে বড়সড় দুঃসংবাদ বিশ্ব ফুটবল জগতে। বিক্রি হয়ে যেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) অন্যতম সফল ক্লাব চেলসি। এই ক্লাবের (Chelsea Football Club) মালিকানা রয়েছে রুশ উদ্যোগপতি রোমান আব্রাহমোভিচের হাতে। এদিকে রাশিয়ার আগ্রাসনের বিরোধিতায় সরব হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন-সহ অলিম্পিক এবং ফুটবল পরিচালন সংস্থাগুলি। সেই আঁচ বুঝতে পেরে এই ইংলিশ ক্লাবের মালিকানা ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন রোমান আব্রাহমোভিচ (Russian Ownership)। বুধবার রাতে এমনটাই জানান তিনি। তবে চাপে পড়ে নয়, বরং তাঁর এই সিদ্ধান্তের পিছনে মানবিক কারণ রয়েছে। তিনি জানিয়েছেন, ক্লাব বিক্রির টাকা ইউক্রেনের যুদ্ধে নিহতদের জন্য দান করবেন।
তবে ব্রিটিশ ক্লাব ফুটবলে কানাঘুষো পুতিন ইউক্রেনে আক্রমণ করার পর থেকেই ইউরোপীয় ইউনিয়নে এবং উয়েফায় কোণঠাসা আব্রাহমোভিচ। তাঁর পুঁজির অনেকটাই ব্যবহার করছেন রুশ প্রেসিডেন্ট। এমন একটা খবর রটেছে ফুটবল বিশ্বে। তারপর থেকেই ব্রিটেনে এই উদ্যোগপতির থাকা নিয়ে অনেকেই সরব হয়েছেন।
যদিও নিজের সিদ্ধান্তের পিছনে যুক্তি খাড়া করতে গিয়ে আব্রাহমোভিচ বলেন, 'এই সময়ের পরিস্থিতির কথা মাথায় রেখে আমি চেলসি ক্লাব বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় ক্লাব, সমর্থক, কর্মী, স্পন্সরদের জন্য এটাই সেরা সিদ্ধান্ত।'
এদিকে, সুইস ব্যবসায়ী হান্সজর্গ উইজ ক্লাব কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'যে করেই হোক ইংল্যান্ড ছাড়তে চাইছেন আব্রাহমোভিচ। ব্রিটেনে তাঁর যত বাড়ি আছে সব বিক্রি করতে চাইছেন। চেলসির মালিকানা থেকে মুক্তি পেতে মোট তিন জনকে চেলসি কেনার প্রস্তাব দিয়েছেন আব্রামোভিচ।'
উল্লেখ্য, ২০০৩ সালে ইউরোপ ক্লাব ফুটবলের অন্যতম সফল এই চেলসি ক্লাব কেনেন আব্রাহমোভিচ। তাঁর মালিকানায় এই ১৯ বছরে পাঁচ বার প্রিমিয়ার লিগ, এফএ কাপ, দু’বার চ্যাম্পিন্স লিগ জিতেছে চেলসি। ফিফা ক্লাব বিশ্ব কাপও জিতেছে চেলসি।