পদক জয়ের বিচারে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) দ্বিতীয় দিন ভারতের কাছে সুখকর। ভারোত্তলনে (Weight Lifting) রুপোর পর এবার ব্রোঞ্জ পদক ঘরে তুললেন গুরুরাজা পূজারি। ৬১ কেজি বিভাগে তাঁর এই সাফল্য। তিন রাউন্ড মিলিয়ে প্রায় ২৭০ কেজি তুলে ব্রোঞ্জ জিতেছেন গুরুরাজা। এই বিভাগে সোনা পেয়েছেন মালয়েশিয়ার (Malaysia) আজনিল বিন বিদিন মহম্মদ।
তিনি ২৮৫ কেজি ওজন তোলেন। পাপুয়া নিউ গিনির মোরিয়া বারু ২৭৫ কেজি ওজন তুলে রুপো পেয়েছেন। এদিকে, কমনওয়েলথ গেমসে প্রথম পদক ভারোত্তলনেই এসেছে ভারতের ঝুলিতে। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পুরুষদের ভারোত্তলনের ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন সংকেত মহাদেব সারগর।
উল্লেখ্য, ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় ১৩৫ কেজি ওজন তোলেন সংকেত। দ্বিতীয় এবং তৃতীয় চেষ্টায় ১৩৯ কেজি তুলতে গিয়ে চোট পান তিনি। দুই বিভাগ মিলিয়ে তিনি মোট ২৪৮ কেজি তোলেন।