চলতি বছরের জানুয়ারিতে বাবা হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। সেই সুখবর সকলের সঙ্গে নিজেই ভাগ করে নিয়েছিলেন। তবে প্রকাশ্যে আনেননি সন্তানের ছবি। এবার পিতৃদিবসেই প্রথমবারের মতো ছেলের ছবি ও নাম প্রকাশ্যে আনলেন ক্রিকেটার। অনুরাগীদদের সঙ্গে ভাগ করে নিলেন পুত্রসন্তানের সেই মিষ্টি ছবি। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত নেটাগরিকরা।
টুইটারে ছেলের ছবি শেয়ার করে যুবরাজ সিংহ জানিয়েছেন, ছেলের নাম রেখেছেন ওরিয়ন কিচ সিং। মা- বাবা দুজনের নামই রয়েছে ছেলের নামের সঙ্গে। হ্যাজেল কিচের কিচ এবং যুবরাজের সিং-এর সিং, দুটি পদবিই রেখেছেন ছেলের নামে।
স্ত্রী হ্যাজেল ও ছেলের সঙ্গে দুটি ছবি পোস্ট করে যুবরাজ সিংহ টুইটে লিখেছেন, "পৃথিবীতে তোমায় স্বাগত ওরিয়ন কিচ সিংহ। মাম্মি এবং ড্যাডি তাঁদের ছোট্ট পুত্তরকে খুব ভালবাসে। তোমার চোখের প্রতিটি পলকে হাসি লুকিয়ে রয়েছে।"
উল্লেখ্য, ২০১৬ সালে যুবরাজ ও হ্যাজেল বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছয় বছর পরে তাঁদের ঘরে আসে পুত্রসন্তান। আনন্দের জোয়ারে ভাসে গোটা সিং ও কিচ পরিবার। এবারের ফাদার্স ডে যে যুবির কাছে বিশেষ আনন্দের তা তাঁর পোস্ট করা ছবি থেকেই স্পষ্ট।