২৯ মার্চ, ২০২৪

T20 World Cup: সূর্যের তেজে ছারখার প্রতিপক্ষ, নিয়মরক্ষার ম্যাচেও জয় বিরাটদের
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-06 18:29:45   Share:   

গ্রূপ শীর্ষে থেকেই টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) সেমিফাইনালে ভারত (India)। রবিবার সুপার টুয়েলভের শেষ ম্যাচে জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে ৭১ রানে জয় পেল ভারত। রান রেটে গ্রূপের শীর্ষে টিম ইন্ডিয়া। শেষ চারে রোহিতদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

অ্যাডিলেড প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৬ রান করেছিল মেন ইন ব্লু। কে এল রাহুল একা করলেন ৫১। কিন্তু রোহিত রান পেলেন না। বিরাট রান পাননি। ২৬ করে আউট হয়ে গেলেন। তবে নতুন সূর্যোদয় দেখল অ্যাডিলেড। ২৫ বলে ৬১ রান সূর্যের। ভারতের এবি ডিভেলিয়ার্স। অফ স্টাম্পের বাইরের বল লেগ দিয়ে ছক্কা হাঁকালেন। ৩৬০ ডিগ্রি মনে করিয়ে দিলেন। এক ক্যালেন্ডার বছরে হাজার রান করে নতুন রেকর্ড গড়লেন সূর্য।

পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের পর দ্বিতীয় ক্রিকেটার যিনি টি-টোয়েন্টিতে এই রেকর্ড করলেন। সূর্যের তেজে ছারখার প্রতিপক্ষ। জবাবে ১১৫ রানে থামল জিম্বাবোয়ে। বল হাতে অশ্বিন পেলেন তিন উইকেট। হার্দিকের সংগ্রহ ২ উইকেট। সব মিলিয়ে ব্যাটিং, বোলিং সবেতেই দাপট ভারতের।


Follow us on :