LATEST NEWS
29 May, 2023

Virat: অনুষ্কা ও মেয়ে ভামিকার সঙ্গে বিরাট, অদেখা ছবি কোহলি পরিবারের
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০৩-৩০ ১৬:৪৭:৫০   Share:   

স্ত্রী অনুষ্কা (Anushka Sharma) ও মেয়ে ভামিকাকে (Vamika) সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। সেই ট্রিপের না দেখা ছবি শেয়ার করলেন সামাজিক মাধ্যমে। জানুয়ারি মাসে টেস্ট সিরিজের আগে বিরাট ঋষিকেশ ঘুরতে গিয়েছিলেন সপরিবারে। স্বামী দয়ানন্দ গিরি আশ্রমে গিয়েছিলেন তাঁরা, সেই ছবিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। ধর্মীয় স্থান দর্শনের পাশাপাশি পাহাড় ও ঝর্ণায় ঘেরা অপরূপ পরিবেশের মাঝে সময় কাটিয়েছিলেন। সেরকমই এক ছবি পোস্ট করেছেন সম্প্রতি।

ছবিতে দেখা যাচ্ছে পাহাড় ও সবুজে ঘেরা পারিপার্শ্বিক, নদীর এপার থেকে ওপারের সংযোগকারী ছোট ব্রিজের ওপর অনুষ্কা ও বিরাট। অনুষ্কার কোলে ব্যাগপ্যাকে ছোট্ট ভমিকার পা স্পষ্ট। বিরাটের কাঁধে মেয়ের প্র্যাম। ছবির  ক্যাপশনে বিরাট লিখেছেন 'সন্দেহের সব সেতু পার করছি, ভালোবাসায়।' বিরাটের এই পোস্ট দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনুষ্কা, বরুন ধাওয়ান ও আথিয়া শেঠিও লাল হৃদয় দিয়েছেন এই পোস্টে।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :