২৮ মার্চ, ২০২৪

Cricket: সচিনের রেকর্ড ভাঙতে দরকার আর ৪টি সেঞ্চুরি! শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ডের বন্যা বিরাটের
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-16 12:03:34   Share:   

বিশাল জয়ে বিরাট রেকর্ড। শ্রীলঙ্কাকে (Srilanka Cricket Team) ৩১৭ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছে ভারত (India Cricket Team)। কিন্তু রেকর্ড রুমের খাতায় শুধু কোহলি আর কোহলি (Virat Kohli)। কী কিরেছেন কিং কোহলি? ১৬৬ নট আউট। এটা শুধু পরিসংখ্যান নয়। এই নিয়ে একদিনের ক্রিকেটে ৪৬তম সেঞ্চুরি বিরাটের। সচিনকে (Sachin Tendulkar) ছুঁতে দরকার আরো ৩ টে সেঞ্চুরি। দেশের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল মাস্টার ব্লাস্টারের। সেই ম্যাজিক নম্বর ২০ ছাপিয়ে বিরাট করলেন ২১ নম্বর সেঞ্চুরি। এখানেই শেষ নয়।

কোনও একটি দেশের বিরুদ্ধে সর্বোচ্চ ১০টি শতরানের মালিকের নাম বিরাট কোহলি। এতদিন পর্যন্ত সেই রেকর্ড ছিল সচিনের দখলে। অজিদের বিরুদ্ধে ৯টি সেঞ্চুরি ছিল মাস্টারের। এখনও শেষ হয়নি। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় বিরাট এখন পাঁচ নম্বরে রয়েছেন। ১২৭৫৪ রান রয়েছে বিরাটের।

যতদিন যাচ্ছে ছাপিয়ে যাচ্ছেন নিজেকে। নতুন নতুন রেকর্ড। সবচেয়ে বড় কথা, অন্তত বছর দুয়েক রানের দেখা পাননি। সমালোচনায় ক্ষতবিক্ষত হয়েছেন কিং। এবার ব্যাটে রানের বন্যা। সবুজ মাঠে ব্যাট হাতে যেন দাপুটে রাজা বিরাট।


Follow us on :