ভারতীয় ক্রিকেটের বয়স অনেকটাই হল। নানা সময়ে বহু প্রতিভাবান ক্রিকেটার খেলার মাঠে এলেও সর্বকালের সেরা ১১ বের করে আনা খুব কঠিন বিষয়। কাকে রাখবেন, আর কাকে বাদ দেওয়া যাবে, তা নিয়ে তর্ক চলতে পারে যুগের পর যুগ। দল বলতে অবশ্যই টেস্ট ক্রিকেট দল। একটি সংস্থা এই দলটি গঠন করেছে। বাদ পড়েছেন ৭০ দশকের আগের সমস্ত ক্রিকেটার। যুক্তি হিসাবে বলা হয়েছে, এদের ধারাবাহিকতা ছিল না, যা শুরু হয়েছে সুনীল গাভাস্কারের সময় থেকে। ওই সময়ের বহু বিখ্যাত খেলোয়াড় বাদ পড়েছেন যথা গুন্ডাপ্পা বিশ্বনাথ, বিষেন সিং বেদি বা এরাপল্লি প্রসন্ন অথবা মহিন্দার অমরনাথের মতো ক্রিকেটারদের জায়গা হয়নি সেরা ১১ তে।
দলটি এইরকম, ওপেনিংয়ে সুনীল গাভাস্কার ও দুটি ট্রিপল সেঞ্চুরি করা বীরেন্দ্র শেহবাগ। ৩ নম্বরে দাবিদার অনেকেই ছিলেন। কিন্তু তাঁরা কেউই রাহুল দ্রাবিড়ের সমতুল্য নন। ৪ নম্বরে বহু দাবিদার বিশ্বনাথ, বেঙ্গসরকার, আজহারউদ্দিন, দিলীপ সারদেশাই ইত্যাদি। এমনকী বিরাট কোহলি। কিন্তু ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর থাকতে প্রশ্নই নেই অন্য কারুর। ৫ নম্বরে অসাধারণ ভিভিএস লক্ষণ। এ ছাড়াও আরও অনেকেই ছিলেন, কিন্তু দলে অবশ্যই একজন বাঁ হাতি ব্যাটার দরকার এবং অধিনায়কও অতএব ভারতের সর্বকালের সেরা বাঁ হাতি সৌরভ গাঙ্গুলি দলে থাকছেন। ৬ নম্বরে কপিলদেব ছাড়া আর কাউকে ভাবা যায় না। ৭ নম্বরে উইকেটকিপার যদি বাছতে হয়, তবে মহেন্দ্র সিং ধোনি ছাড়া আর কেউ নেই। ৮ নম্বরে স্পিনার হিসাবে অশ্বিন আসতে পারেন। কারণ তিনি দুর্দান্ত ব্যাট করেন। ৯ নম্বরে অবশ্যই অনিল কুম্বলে। ১০ এ ফাস্ট বোলার মহম্মদ শামি এবং ১১ তে বাঁ হাতি ফাস্ট বোলার জাহির খান। বাদে পড়লেন অনেক পেসার।
তাহলে দল এই রকম ১) সুনীল গাভাস্কার ২) বীরেন্দ্র শেহবাগ ৩) রাহুল দ্রাবিড় ৪) সচিন তেন্ডুলকর ৫) সৌরভ গাঙ্গুলি (অধিনায়ক) ৬) কপিলদেব ৭) ধোনি ৮) অশ্বিন ৯) কুম্বলে ১০) শামি ১১) জাহির খান। ১২ নম্বর খেলোয়াড় হিসাবে একনাথ সোলকার ছাড়া আর কে আছে? এবার দর্শকের মত।