ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছেন শিলিগুড়ির ঋদ্ধিমান সাহা। এরপর থেকেই একদিকে যেমন ক্রিকেট মহলে গুঞ্জন শুরু হয়েছে, ঠিক তেমনই ক্ষোভে ফুঁসতে শুরু করেছে ঋদ্ধির শৈশবের শহর। পুনরায় তাঁকে সুযোগ দিয়ে দলে ফিরিয়ে নেওয়ার দাবি তুলে প্রতিবাদে সামিল হলেন ইয়ুথ ক্লাবের সদস্যরা। তাঁদের কথায়, টেস্ট দল আর ঋদ্ধি সমার্থক।
দল থেকে বাদ পড়া মানে শিলিগুড়ির অপমান। একইসঙ্গে তাঁদের দাবি, ঋদ্ধি আর টেস্ট দল সমার্থক। এই দাবিতেই গর্জে উঠল শিলিগুড়ি। অবিলম্বে ঋদ্ধিকে দলে ফেরানোর দাবি তুলে ক্লাবের সদস্যদের মন্তব্য, ঋদ্ধি আদর্শ। পারফরম্যান্স ভালো-খারাপ হতেই পারে। কিন্তু একটা সুযোগ দেওয়া উচিত। একইসঙ্গে তাঁদের বক্তব্য, ঋদ্ধিকে সামনে রেখেই শিলিগুড়ি ক্রিকেটের প্রশিক্ষণ বেড়ে চলেছে। বাড়ছে ক্রিকেটপ্রেমীর সংখ্যাও।
বিসিসিআই-এর সিদ্ধান্তের বিরোধিতা করে ইয়ুথ ক্লাবের সম্পাদক সঞ্জীব মাইতি জানান, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি সকলে। ঋদ্ধি ভালো উইকেট কিপার। অবিলম্বে তাঁকে দলে ফেরানো হোক। পারফরম্যান্স ভালো-মন্দ হতেই পারে। তাই বলে বাদ দেওয়া উচিত নয়।