LATEST NEWS
28 May, 2023

T20: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে হার সাউথ আফ্রিকার, জমে গেল ইন্ডিয়ার গ্রুপ
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-১১-০৪ ০৭:৫৬:৩১   Share:   

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কঠিন হয়ে গেল সাউথ আফ্রিকার (South Africa) শেষ চারে যাওয়ার নিশ্চয়তা। বরুণ দেবের অভিশাপ যেন কিছুতেই পিছু ছাড়ছে না দক্ষিণ আফ্রিকার। ৩০ বছর আগে সিডনির (Sydney) মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ডোনাল্ডদের মুখের হাসি মিলিয়ে দিয়েছিল বৃষ্টি। বৃহস্পতিবার বাভুমা-কুইন্টন ডি ককদের একই পরিণতি হল। বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে জিতলে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সেমিফাইনালে যাওয়ার রাস্তা পাকা হয়ে যেত। পাকিস্তানের (Pakistan) ১৮৫ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার স্কোর যখন ৯ ওভারে ৬৯, তখনই বৃষ্টি নামে।

ম্যাচ বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। সেই সময় ১১ ওভারে ১১৬ রান প্রয়োজন ছিল প্রোটিয়াদের। ওভার প্রতি প্রয়োজন ছিল প্রায় সাড়ে ১০ রান। স্থানীয় সময় পেরিয়ে যাওয়ায় ওভার যে কমবে, তা নিশ্চিত হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার লক্ষ্যমাত্রা আরও কঠিন হতে পারে বলেই আশঙ্কা ছিল। ম্যাচ শুরু না হলে দক্ষিণ আফ্রিকা হারতই। ম্যাচ শুরুর পর দক্ষিণ আফ্রিকা বেশি উইকেট হারানোর কারণে তাদের লক্ষ্যমাত্রা বেড়ে যায়। ম্যাচ কমে দাঁড়ায় ১৪ ওভারে। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য হয় ১৪২ রান। অর্থাৎ পাঁচ ওভারে তুলতে হত ৭৩ রান। ওভার প্রতি তখন প্রয়োজন ১৪.৬ রান।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :