LATEST NEWS
28 May, 2023

Sindhu: সেরা ফর্মে সিন্ধু, প্রথমবার জিতলেন সিঙ্গাপুর ওপেনের খেতাব
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৭-১৭ ১৭:০৮:৪৫   Share:   

সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু। চিনা প্রতিপক্ষ ওয়াং ঝি ইকে হারিয়ে ট্রফি জিতলেন তিনি। সেমিফাইনালে হারিয়েছেন জাপানের সায়না কাওয়াকামিকে। স্ট্রেট গেমে জয়। ভারতীয় নক্ষত্র শাটলারের জয় ২১-১৫, ২১-৭ গেমে। ফাইনালেও শেষ হাসি হাসলেন তিনিই। প্রথম গেম দাপটের সঙ্গে জিতে নেন সিন্ধু। চলতি বছরের তৃতীয় ট্রফি জিতলেন তিনি। চলতি মাসের শেষেই কমনওয়েলথ গেমসে নামবেন তিনি। মেগা টুর্নামেন্টের আগেই এই খেতাব জয় নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বলাই বাহুল্য। 

হাড্ডাহাড্ডি লড়াই হয় দু'জনের মধ্যে। দ্বিতীয় গেমে দুরন্ত কামব্যাক করে ম্যাচে ফিরে আসেন ওয়াং। কিন্তু ওয়াংয়ের দাপটে ম্যাচ গড়ায় তৃতীয় গেম পর্যন্ত। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসেন সিন্ধু। ২১-৯, ১১-২১, ২১-১৫ ফলে ম্যাচ জিতলেন তিনি। 

Ad code goes here

উল্লেখ্য, এর আগে কোনওদিন সিঙ্গাপুর ওপেন খেতাব জেতেননি ভারতীয় শাটলার। এর আগে ২০১৭ সালে শেষবার তেরঙ্গা উড়েছিল সিঙ্গাপুর ওপেনে। সেবার পুরুষদের সিঙ্গলসে বি সাই প্রণীত জয় পেয়েছিলেন ফাইনালে। এরপর ৫ বছর পর ফের একবার ফাইনালে কোনও ভারতীয়র জয়। আগামী ২৮ জুলাই থেকে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস শুরু হতে চলেছে। গত কমনওয়েলথের ফাইনালে উঠলেও রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। এবার সোনার পদক জেতাকেই টার্গেট করেছেন তিনি।  

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :