১৯ এপ্রিল, ২০২৪

Roger: আন্তর্জাতিক টেনিসকে বিদায় রজার ফেডেরারের, ফেডেক্সের নেট মাধ্যমে অবসর ঘোষণা
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-15 20:21:37   Share:   

প্রতিযোগিতামূলক টেনিস কোর্ট (Tennis) থেকে অবসর ঘোষণা ফেডেক্সের। লেভার কাপের পর আর টেনিস খেলবেন না বলে জানান রজার ফেডেরার (roger Federer)। ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক গত বছর উইম্বলডনের (Wimbledon) পর চোটের জন্য আর কোর্টে নামেননি। যদিও চোট সারিয়ে তাঁর কোর্টে ফেরা নিয়ে ছিল তুমুল জল্পনা। তার মধ্যেই অবসর ঘোষণা আন্তর্জাতিক টেনিসের অন্যতম সফল পুরুষ ক্রীড়াবিদের (Male Athletes)। বৃহস্পতিবার নেটমাধ্যমে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।

ফেডেরার লেখেন, 'গত তিন বছরে অনেক বাধার সম্মুখীন হয়েছি। বারবার চোট এবং অস্ত্রোপচার হয়েছে, খেলায় ফিরতে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু নিজের শারীরিক সক্ষমতা কতটা এবং কত দূর পর্যন্ত, সেটাও জানি। গত কয়েক দিনে নিজের ভবিষ্যৎ পরিষ্কার বুঝেছি। এখন আমার ৪১ বছর বয়স। গত ২৪ বছরে দেড় হাজারেরও বেশি ম্যাচ খেলেছি। আমি যতটা ভেবেছিলাম, টেনিস আমাকে তার থেকেও বেশি দিয়েছে।প্রতিযোগিতামূলক টেনিসে আমার সময় যে শেষ, সেটা এ বার বুঝতে পেরেছি।’

তিনি আরও লেখেন, 'পরের সপ্তাহে লন্ডনে লেভার কাপই আমার শেষ এটিপি প্রতিযোগিতা। ভবিষ্যতে আরও অনেক টেনিস খেলব ঠিকই। কিন্তু গ্র্যান্ড স্ল্যাম বা ট্যুরে আমাকে আর দেখা যাবে না। এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন কারণ, টেনিস থেকে অনেক কিছু পেয়েছি। তবে, একই সঙ্গে আমার কাছে উচ্ছ্বাস করার মতো অনেক কিছু রয়েছে।'

ফেডেরারের দীর্ঘ টেনিস জীবনে আধ ডজন অস্ট্রেলিয়ান ওপেন, এক বার ফ্রেঞ্চ ওপেন, আট বার উইম্বলডন এবং পাঁচ বার ইউএস ওপেন দেরাজে তুলেছেন। এছাড়া ২০১৪-য় সুইৎজারল্যান্ডের হয়ে ডেভিস কাপ জেতেন। তিন বার হপম্যান কাপ এবং ২০০৮ বেজিং অলিম্পিক্স ডাবলসে সোনা জেতেন। সিঙ্গলসে ২০১২ লন্ডন অলিম্পিক্সে রুপোও পান তিনি।


Follow us on :