বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস (Commonwealth Games) ২০২২-এ ভারতের ঝুলিতে এল আরও এক স্বর্ণপদক (Gold Medal)। ভারোত্তোলকদের পর পুরুষদের প্যারা পাওয়ারলিফটিংয়েও (heavyweight para powerlifting) সাফল্য পেল ভারত। প্যারা পাওয়ারলিফটিংয়ে দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জিতলেন ভারতের সুধীর (Sudhir)। গড়েছেন ঐতিহাসিক রেকর্ডও। ৪ অগাস্ট বৃহস্পতিবার গভীর রাতে পুরুষদের হেভিওয়েট বিভাগে সুধীর ১৩৪.৫ পয়েন্ট নিয়ে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন।
সুধীর তাঁর প্রথম প্রচেষ্টায় ২০৮ কেজি উত্তোলন করেন। এবং তারপরে দ্বিতীয় প্রচেষ্টায় ২১২ কেজি উত্তোলনের মাধ্যমে এগিয়ে যান। ২৭ বছর বয়সী সুধীর, একজন এশিয়ান প্যারা গেমসের ব্রোঞ্জ পদক বিজয়ী। পোলিওর প্রভাবের কারণে একটি প্রতিবন্ধকতা রয়েছে তাঁর। তিনি প্রথম কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারতের প্যারা স্পোর্টস পদকের খাতা খুলেছেন।
Sudhir wins Gold Medal 🥇 in Para Powerlifting.. Proud moment for India 🇮🇳 Respect 🙌🏻 #ParaPowerlifting #sudhir #CWG2022 @iSunilTaneja @SportifiedSid @SonySportsNetwk pic.twitter.com/5JsWOP8kXU
— Vishal Bansal (@mevishalbansal) August 4, 2022
এদিন, নাইজেরিয়ার ইকেচুকউ ক্রিশ্চিয়ান ওবিচুকু ১৩৩.৬ পয়েন্ট নিয়ে রুপো জিতেছেন। আর স্কটল্যান্ডের মিকি ইউলে ১৩০.৯ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। ক্রিশ্চিয়ান ১৯৭ কেজি উত্তোলন করেছেন এবং ইউল ১৯২ কেজি ভার তুলেছেন।
উল্লেখ্য, জুন মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্যারা পাওয়ারলিফটিং এশিয়া-ওশেনিয়া ওপেন চ্যাম্পিয়নশিপে সুধীর ২১৪ কেজি উত্তোলন করে পুরুষদের ৮৮ কেজিতে ব্রোঞ্জ জিতেছিলেন। ২০১৩ সালে সোনিপাতে পাওয়ারলিফটিং শুরু করেছিলেন। এমনকি সুধীর হ্যাংজু ২০২২ এশিয়ান প্যারা গেমসের জন্যও যোগ্যতা অর্জন করেছেন, যা পরের বছর স্থগিত করা হয়েছিল।