অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে ফিটনেস দেখতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে নামতে পারেন ভারতীয় দলের(Indian Cricket Team) নির্ভরযোগ্য ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব শাহ (Jaydev Shah) তেমনি ইঙ্গিত দিয়েছেন।
আগামী ২৪ শে জানুয়ারি তামিলনাড়ুর বিপক্ষে জাদেজাকে সৌরাষ্ট্র জার্সিতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। গত বছর সেপ্টেম্বরে এশিয়া কাপে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান এই ব্যাটার। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন জাদেজা। আগামী ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলা ৪ ম্যাচের টেস্ট সিরিজের দুটির জন্য ১৭ জনের দলে জায়গা পেয়েছেন জাদেজা। এই বাঁহাতি ব্যাটার, ঋষভ পান্থের অবর্তমানে মিডিল অর্ডারে নির্ভরতা দেবে ভারতীয় দলকে এমনটা আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ফলে নিজের ফিটনেস ঝালিয়ে নিতেই রঞ্জিতে নামছেন জাদ্দু।