বর্ষবরণের সঙ্গেই শুরু হয় একাধিক জায়গায় খুঁটি পুজো। এখন ফুটবলের মরশুম। এই সময়ই মূলত খুঁটি পুজো করে বিভিন্ন ফুটবল অ্যাকাডেমি। তবে গত ২ বছর করোনার বাড়বাড়ান্তের জেরে হয়নি এই বিভিন্ন জায়গার খুঁটি পুজো। এবছর করোনার সংক্রমণ কম। সুস্থ হয়েছেন বহু। তাই নতুন বছরকে স্বাগত জানিয়ে অনেক জায়গাতেই আজ খুঁটি পুজো হয়। সেইমত, একদিকে যেমন ইস্টবেঙ্গল ক্লাবে যেভাবে খুঁটি পুজো হয়, অন্যদিকে মোহনবাগান ক্লাবেও এদিন খুঁটি পুজো হয়। এদিন মোহনবাগান ক্লাবে বারপোস্টে সাত সকালেই পুজো দেওয়া হয়। পুজো দিয়েছেন মোহনবাগানের নতুন কমিটি। তাতে রয়েছে সচিব দেবাশিস দত্ত, সহ-সভাপতি কুণাল ঘোষ সহ এই ক্লাবের সমস্ত ফুটবলাররা। এদিন খুঁটি পুজোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন তাঁরা। বেলা বাড়তেই সেখানে উপস্থিত হন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবে আজ ফুটবলাররা না থাকলেও, ছিলেন সমস্ত কর্ম-কর্তারা। ছিলেন নিতু সরকার, কল্যাণ মজুমদার সহ ছিলেন সমর্থকেরা। বার পুজোর মধ্যে দিয়েই নতুন বছরের সূচনা। আজ লাল-হলুদ তাঁবু থেকে যে আওয়াজ উঠল তা হল, স্থায়ী ইনভেস্টার। স্থায়ী ইনভেস্টার আসলেই এই ক্লাবের যে সমস্যা তা মিটবে এমনটাই মনে করছে ইস্ট বেঙ্গলের সদস্যরা।
এদিন ইস্টবেঙ্গলের কর্তা নিতু সরকার জানান, বিগত ২ বছর ধরে সারা বিশ্ব সহ দেশ যে সমস্যার মধ্যে দিয়ে গেছে। তাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, আগামীতে যেন সুস্থ, স্বাভাবিক জীবন সকলে পেতে পারে।