২৫ এপ্রিল, ২০২৪

Asia Cup: পান্ডিয়ার হার্ড হিটে দুবাইয়ে পাক বধ, এশিয়া কাপে বড় শুরু ইন্ডিয়ার
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-29 08:48:18   Share:   

টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের বদলা নিল ভারত (India Cricket Team)। এশিয়া কাপে (Asia Cup 2022)  পাকিস্তানকে (Pakistan Cricket Team হারিয়ে জয় পেল রোহিত শর্মার (Rohit Sharma) দল। দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা হলেন হার্দিক পান্ডিয়া। মাথা ঠান্ডা রেখে ছক্কা হাঁকিয়ে ভারতকে জিতিয়ে দেন তিনি। বল হাতেও জাদু দেখান হার্দিক।

এককথায় বলা যায়, মরু শহরের মহারণে বাজিমাত ভারতের। এশিয়া কাপে প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। দুবাইয়ে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় বোলারদের আটোসাটো বোলিং-এর সামনে প্রথম থেকেই চাপে পড়ে যান পাক ব্যাটসম্যানরা। মহম্মদ রিজওয়ান ছাড়া আর কোনও পাক ব্যাটসম্যান সেভাবে রান পেলেন না। এমনকি ব্যর্থ হলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমও। ১৯.৫ ওভারে ১৪৭ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।

৪ ওভারে ২৬ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন ভুবনেশ্বর। হার্দিক নেন তিনটি উইকেট। জোড়া উইকেট পান অর্শদীপ সিং। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরলেন লোকেশ রাহুল। ব্যাট হাতে সেভাবে সকল হলেন না অধিনায়ক রোহিত শর্মাও। তবে বড় রানের স্বপ্ন দেখাচ্ছিলেন বিরাট কোহলি। কিন্তু ৩৫ রানে আউট হলেন প্রাক্তন অধিনায়ক। এরপর সূর্য কুমার যাদবও আউট হওয়ায় কিছুটা চাপে পড়ে যায় ভারত। তবে ভারতকে জয় এনে দিলেন হার্দিক-জাদেজা জুটি। জাদেজা ৩৫ রানে আউট হলেও হার্দিক পান্ডিয়া ৩৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দিলেন।


Follow us on :