সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পিভি সিন্ধু। শনিবার মহিলাদের সিঙ্গলসের সেমি ফাইনালে অবাছাই জাপানের সায়েনা কাওয়াকামির বিরুদ্ধে জিতে ফাইনালের টিকিটটি ছিনিয়ে নেন ভারতীয় শাটলার। মাত্র ৩১ মিনিটে ২১-১৫, ২১-৭ ব্যবধানে ম্যাচ জিতে নেন অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় শাটলার। জোরালো স্ম্যাশের সাহায্যে ব্রেকের আগেই তিন পয়েন্টে এগিয়ে যান ভারতীয় শাটলার।
একটা সময় স্কোর ছিল ১৪-১৪। অভিজ্ঞতা দিয়ে দাপটের সঙ্গে ১৮-১৪ তে এগিয়ে যান সিন্ধু। পাওয়ারফুল স্ম্যাশ এবং ২৪ বছরের জাপানি প্রতিপক্ষের দুটো আনফোর্সড এরর ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়কে প্রথম গেম জিততে সাহায্য করে। দ্বিতীয় গেমে দাঁড়াতেই পারেনি কাওয়াকামি।
সিন্ধুর ফোরহ্যান্ড রিটার্ন এবং ব্যাকহ্যান্ড ফ্লিক সামলানোর ক্ষমতা ছিল না অবাছাই প্রতিপক্ষের। অনায়াসেই জিতে যান ভারতীয় তারকা। চলতি মাসে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস। তার আগে সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন হওয়াকেই পাখির চোখ করেছেন দুর্দান্ত ফর্মে থাকা সিন্ধু। ফাইনালে এশিয়ান চ্যাম্পিয়ন ওয়াং ঝি উইর মুখোমুখি হবেন তিনি। চলতি বছরে তৃতীয় খেতাব জয়ের থেকে মাত্র একধাপ দূরে সিন্ধু। এর আগে সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল এবং সুইস ওপেন জেতেন অলিম্পিকে জোড়া পদক জয়ী।