২৬ এপ্রিল, ২০২৪

East Bengal: মেসিকে তৈরি করা কোচের হাতে কি ইস্টবেঙ্গলের দায়িত্ব?
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-20 15:07:04   Share:   

স্টিভন কনস্ট্যানটাইনের নেতৃত্বে ব্যর্থ দল (Eastbengal)। সে জন্যই হয়ত পরিবর্তন হতে চলেছে ইস্টবেঙ্গলের প্রধান কোচ। কিন্তু সেই দৌড়ে কে এগিয়ে? প্রশ্ন উঠছে দলের অন্দরমহল-সহ ভক্তমহলে। স্টিভন কনস্ট্যানটাইনের কোচিংয়ে আইএসএলে (Isl) ভাল ফল করতে পারেনি ইস্টবেঙ্গল। সেই জায়গা দখলের লড়াইয়ে কে এগিয়ে? নাম উঠছে জোসেফ গোম্বাউয়ের। লিয়োনেল মেসির প্রাক্তন ক্লাব, বার্সেলোনার যুব দলের দায়িত্ব সামলেছেন তিনি। আইএসএলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে জোসেপের। ওড়িশা এফসির কোচ ছিলেন তিনি। এ বারের প্রতিযোগিতা শেষে ওড়িশার দায়িত্ব ছেড়েছেন তিনি।

পরপর দু'বছর ভালো ফল না করতে পেরে ভারতের প্রাক্তন কোচ স্টিভন কনস্ট্যানটাইনকে কোচ করে আনে ইস্টবেঙ্গল। তাতে অবশ্য পরিস্থিতি বদলায়নি ইস্টবেঙ্গলের। এবছরও ইস্টবেঙ্গল নবম স্থানে লীগ শেষ করে। তারপরেই কোচ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই দলের তরফে খবর। সেই দৌড়ে এখনও অবধি এগিয়ে মেসির প্রাক্তন প্রশিক্ষক জোসেপ গোম্বাউ। এখন কতদিনে ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে চুক্তি সই করবেন গোম্বাউ সেটাই দেখার!


Follow us on :