২০১৪ সালের গৃহহিংসা মামলায় দোষী সাব্যস্ত হলেন লিয়েন্ডার পেজ। তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন প্রাক্তন সঙ্গী রিয়া পিল্লাই। শুক্রবার প্রাক্তন টেনিস কর্তার বিরুদ্ধে এই রায় দিয়েছে এক নিম্ন আদালত। লিয়েন্ডারকে দোষী সাব্যস্ত করে কোর্ট অভিযোগকারীর সামনে দুটি বিকল্প রেখেছে।
লিয়েন্ডারের সঙ্গে রিয়া যে বাড়িতে থাকতেন তা তিনি ছেড়ে দেবেন। সেক্ষেত্রে টেনিস তারকা বাড়িভাড়া বাবদ ৫০ হাজার টাকা মাসপিছু এবং দেখভালের খরচবাবদ ১ লক্ষ টাকা তিনি দেবেন রিয়াকে। অর্থাৎ প্রতিমাসে দেড় লক্ষ টাকা দিতে হবে লিয়েন্ডারকে। আর রিয়া যদি ওই বাড়ি না ছাড়েন, তা হলে তিনি এই টাকা পাবেন না। আদালতের বক্তব্য, 'যেহেতু লিয়েন্ডারের এখন প্রাক্তন টেনিস তারকা, তাই তাঁর ঘাড়ে এত অর্থের বোঝা চাপানো ভিত্তিহীন পর্যবেক্ষণ।'
তবে, লিয়েন্ডার আইনি খরচ বাবদ রিয়াকে অতিরিক্ত ১ লক্ষ টাকা দেবেন। পাশাপাশি দু'জনের সন্তানের পড়াশোনা, ভরণপোষণ বাবদ খরচও দিতে হবে টেনিস তারকাকে। তবে আগের দেখভালের খরচ লিয়েন্ডারের থেকে চেয়েছিলেন রিয়া। আদালত সেই আবেদন মানেনি। পশ্চিম মুম্বইয়ের যে বাড়িতে দু’জনে থাকতেন, তা ভাগাভাগি করার আর্জি জানিয়েছিলেন রিয়া। তাঁর সেই আবেদনও নাকচ হয়ে গিয়েছে।