LATEST NEWS
28 May, 2023

Hockey WC: বিশ্বকাপ হকিতে জয় দিয়ে শুরু ভারতের, চোটের কারণে বাইরে নির্ভরযোগ্য মিডফিল্ডার
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০১-১৬ ২০:১১:০৮   Share:   

স্পেনের বিরুদ্ধে ২-০ জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল ভারতীয় হকি দল। কিন্তু বিশ্বকাপ হকি চলাকালীন বড় ধাক্কা খেল ভারত। চোটের জন্য ওয়েলসের বিরুদ্ধে পুলের শেষ ম্যাচ থেকে ছিটকে গেলেন মিডফিল্ডার হার্দিক সিং। স্পেন ও ইংল্যান্ডের বিরুদ্ধে গত দুটো ম্যাচেই সেরা খেলোয়াড় ছিলেন তিনি। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে তাঁর। যদি হার্দিক টুর্নামেন্ট থেকে ছিটকে যান তবে অন্য অপশন ভেবে রেখেছে ভারত। রিজার্ভ থেকে দলে ঢুকবেন রাজকুমার পাল।

তবে চোট ছাড়াও গ্রাহাম রিডের দল চিন্তায় পেনাল্টি কর্নার নিয়ে। ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিং বিশেষজ্ঞ। কিন্তু এবার গোল পাচ্ছেন না। আধুনিক হকিতে পেনাল্টি কর্নারে দুর্বল হলে ম্যাচ জেতা মুশকিল। ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার ড্র করেছে ভারত, গোল আসেনি। পেনাল্টি কর্নার নষ্ট হয়েছে যথারীতি। এমন কঠিন সময়ে ওয়েলেসকে বড় ব্যবধানে হারাতে হবে। না হলে গ্রুপ শীর্ষে থাকা অসম্ভব, হার্দিককে দরকার ছিল ভারতের। কিন্ত চোট সবা এলোমেলো করে দিলো। ঘরের মাঠে হকি বিশ্বকাপ জিততে মরিয়া ভারত।

Ad code goes here

এর আগে একবারই হকি বিশ্বকাপ জিতেছে ভারত। ১৯৭৫ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :