চলতি কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারতের কুস্তিগীরদের দাপট বজায় রয়েছে। মেয়েদের ফ্রি-স্টাইল(free style) কুস্তির ৬২ কেজি বিভাগে সোনা এনে দিয়েছিল সাক্ষী মালিক (Sakshi Malik)। শনিবার রিংয়ে নেমেই ৫৭ কেজি বিভাগে সোনা জিতলেন কুস্তিগির (Wrestler) রবিকুমার দাহিয়া (Ravi Kumar)। মহিলাদের ৫৩ কেজি বিভাগে সোনা জিতলেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। এবং পুরুষদের ৭৪ কেজি বিভাগ থেকে দিনের তৃতীয় সোনা দিলেন নবীন। কুস্তি ছাড়াও বক্সিং থেকেও এল পদক। এদিকে, মহিলাদের ৫০ কেজি ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ জিতেছেন পূজা গেহলট।
কমনওয়েলথ গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের পদকের দৌড় চলছে। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে ভারতের অবিনাশ মুকুন্দ সাবল রুপো জিতেছেন। ৮ মিনিট ১১.২০ সেকেন্ডে ৩ হাজার মিটার সম্পূর্ণ করেন অবিনাশ। যা জাতীয় রেকর্ডও। সোনা জিতেছেন কিনিয়ার আব্রাহাম কিবিবোট। ব্রোঞ্জও গিয়েছে কিনিয়ার ঝুলিতে। জিতেছেন ওমোস সীরম
উল্লেখ্য, টানা তৃতীয় কমনওয়েলথে সোনা জিতলেন ভিনেশ ফোগাট। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এই অনন্য কীর্তি গড়লেন তিনি। মহিলাদের ৫৩ কেজি ফ্রি স্টাইল বিভাগে সোনা জেতেন ২০১৪ গ্লাসগো ও ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথের সোনাজয়ী কুস্তিগীর। ভারতীয় কুস্তিগীরের হাত ধরে চলতি কমনওয়েলথে ১১ তম সোনা এল ভারতের ঝুলিতে। বার্মিংহাম কমনওয়েলথে এখনও পর্যন্ত ১১টি সোনার পাশাপাশি ১১ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা।