ব্রেকিং নিউজ
IND vs SA ODI: পার্লে প্রথম ম্যাচেই প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে হার ভারতীয় দলের
HomesportsIND vs SA ODI: পার্লে প্রথম ম্যাচেই প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে হার ভারতীয় দলের
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-20 12:16:08
প্রথম ODI ম্যাচে সাউথ আফ্রিকার কাছে ৩১ রানে হার ভারতীয় দলের। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাউথ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। সাউথ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৯৬ রান তোলে। ভারত কে জিততে হলে তুলতে হতো ২৯৭। রান তাড়া করতে নেমে ওপেনিং জুটি তেমন জুজিয়ে উঠতে না পারলেও বিরাটের সঙ্গতে শিখর ধাওয়ান দলকে টেনে নিয়ে যাচ্ছিলো। শিখর ধাওয়ান ৮৪ বলে ৭৯ রান করেন। শার্দুল ঠাকুর ৪৩ বলে ৫০ রান করেন ও ভারতের ইনিংসে একমাত্র তার ঝুলিতেই একটি ওভার বাউন্ডারি রয়েছে । অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম ODI ম্যাচেই অর্ধশত রান করেন বিরাট।
এদিন ভেঙ্কটেশ আইআরের অভিষেক ম্যাচ ছিলো। যদিও সেরম ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি , তিনি ২রান করেন । তার স্ট্রাইকিং রেট ছিল ২৮.৫৭ । তবে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানে শেষ হয়ে যায় ভারতীয় দলের ইনিংস। ৩১ রানে হারতে হয়ে প্রোটিয়াদের কাছ। আই সি সি ওয়ান ডে রাঙ্কিং ভারত রয়েছে ৪ নম্বরে ও সাউথ আফ্রিকা আছে ৫ এ। সে দিক থেকে দেখতে গেলে হাড্ডা হাড্ডি এই লড়াই এ বাভুমার দল ১-০ তে সিরিজ এগিয়ে গেলো।