কমনওয়েলথ গেমসে পাকিস্তানের কুস্তিগীরকে(Pakistan wrestler) ধরাশায়ী করে সোনা আনলেন দীপক পুনিয়া। বার্মিংহামে কমনওয়েলথ গেমসে(commonwealth games) পুরুষদের ৮৬ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে পাকিস্তানের ইনাম বাটকে ৩-০ হারিয়ে সোনা জিতলেন দীপক পুনিয়া। তিনি ভারতকে নবম সোনা(gold) এনে দিলেন কমনওয়েলথ গেমসে। মাত্র ২৩ বছর বয়সে মিলল এই সাফল্য।
ভারতের এই কুস্তিগীর ৩ মিনিট ২২ সেকেন্ডে নিউজিল্যান্ডের ম্যাথিউ অক্সেনহামকে হারিয়ে পুরুষদের ৮৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে ওঠেন। পুনিয়া ১০টি টেকনিক্যাল পয়েন্ট অর্জন করে পরাজিত করেন অক্সেনহামকে। এরপর কোয়ার্টার ফাইনালে সিয়েরা লিওনের শেকু কাসেগবামাকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন দীপক পুনিয়া।
সোনা জয় হল কীভাবে? শেষ চারের লড়াইয়ে দীপক ৩-১ ব্যবধানে হারিয়ে দেন কানাডার আলেকজান্ডার মুরকে এবং গোল্ড মেডেল বাউটে প্রবেশ করেন। এরপর ইভেন্টের ফাইনাল বাউটে দীপক হারিয়ে দেন পাকিস্তানের মহম্মদ ইনামকে। ম্যাচের ফল ভারতীয় তারকার অনুকূলে ৩-০।