২০ এপ্রিল, ২০২৪

IPL: মহিলা আইপিএল নিয়ে বড়সড় ঘোষণা বিসিসিআইয়ের, কে কিনেছে সম্প্রচার স্বত্ত্ব?
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-16 19:34:16   Share:   

শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল (Women's IPL)। ইতিমধ্যেই আগামী পাঁচটি মরশুমের জন্য মুকেশ আম্বানীর সংস্থা রিলায়েন্সের ভায়াকম ১৮ (Viacom18)-কে মোট ৯৫১ কোটি টাকার বিনিময়ে সম্প্রচার স্বত্ত্ব কিনেছে। প্রতিটি আইপিএল ম্য়াচের মূল্য ৭.০৯ কোটি টাকা। বিসিসিআই সচিব (BCCI Secretary) জয় শাহ (Jay Shah) ইতিমধ্যেই ভায়াকম ১৮-কে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন। এই পদক্ষেপ যে নিঃসন্দেহে মহিলা ক্রিকেটের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

সোমবার একটি টুইট করে জয় শাহ লিখেছেন, 'মহিলাদের আইপিএল সম্প্রচার স্বত্ত্ব কেনার জন্য ভায়াকম-কে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপরে এই আস্থা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ভায়াকম প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী ৫ বছরে (২০২৩-২৭) তারা মোট ৯৫১ কোটি টাকা খরচ করবে। অর্থাৎ প্রত্যেক ম্যাচে তারা ৭.০৯ কোটি টাকা খরচ করবে। এটা দেশের মহিলা ক্রিকেটে অবশ্যই একটা বড় পদক্ষেপ হতে চলেছে।'

পাশাপাশি তিনি পুরুষ এবং মহিলা ক্রিকেটারদের মধ্যে বেতন বৈষম্যের প্রসঙ্গ তোলেন। সকলেই এখন সম স্কেলের বেতন পান বলে জানান। বিসিসিআই এবং ভায়াকম ১৮-কে ধন্যবাদ জানান ঝুলন গোস্বামীও। তিনি বলেন, ‘‘ভায়াকম ১৮-কে অসংখ্য ধন্যবাদ, এভাবে মহিলা ক্রিকেটকে সমর্থন করার জন্য। ভাবতেই পারিনি প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি দিয়ে মহিলাদের আইপিএল মিডিয়া স্বত্ত্ব কিনতে পারে কোনও সংস্থা। মহিলা ক্রিকেটের পাশে এভাবে ভায়াকম-১৮ এসে দাঁড়ানোয়, আমি কৃতজ্ঞ। আশা করি, ছেলেদের আইপিএলের মত প্রথম বছর থেকেই জনপ্রিয়তার শিখরে উঠবে মহিলাদের আইপিএল।’’


Follow us on :