Share this link via
Or copy link
এই বছরের মাঝামাঝি সময়ে বিলেতে মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচে রবিচন্দ্রণ অশ্বিনকে না খেলা নিয়ে অনেক কথাই শুনতে হয়েছিল ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। কয়েক মাস পর এবার বিশ্বকাপ ফাইনাল। প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া।
কী হবে ভারতের প্রথম একাদশ? ম্যাচের আগে অধিনায়ক জানালেন, ১০০ শতাংশ ফিটনেস নিয়েই খেলবেন ১১ জন। কিন্তু তাঁরা কারা, তা স্পষ্ট নয়। পরীক্ষাগারের বাইরে এই বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে ব্যালান্স টিম ভারত।
যার প্রমাণ হার্দিকের চোটের পরেও তাদের জয়ের পরিসংখ্যান। ফলে, যা ইঙ্গিত তাতে আমেদাবাদে কাপ ফাইনালে দলে পরিবর্তন, এমনটা মনে হচ্ছে না। এটা ঠিক যে বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল ভারত। তবে সেটা ছিল চেন্নাই।
প্রথমে ব্যাট নাকি রান তাড়া ? এই ম্যাচে টসকে ততটা গুরুত্ব দিচ্ছেন না রোহিত। কারণ, তিনি জানেন, আমেদাবাদের সন্ধ্যের দিকে শিশির ফ্যাক্টর নাও হতে পারে। তাই, পরিস্থিতি মোকাবিলার জন্য তাঁর দল তৈরি হবে দাবি ভারত অধিনায়কের।