জীবনের দ্বিতীয় ইনিংসে কোনও রকম খামতি রাখেননি ৬৬-র অরুণ লাল (Arun Lal)। তাঁর অন্য পরিচয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার (Former Indian cricketer) ও বাংলা দলের বর্তমান কোচ (Coach of the Bengal team)। তাঁর দীর্ঘদিনের সঙ্গী বুলবুল সাহার (৩৭) (Bulbul Saha) সঙ্গে ১ মে, রবিবার রেজিস্ট্রি (Registry) বিয়ে সারেন। আর ২মে, সোমবার কলকাতার এক পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হল। এদিন সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল তাঁদেরই ছবি। শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
সোমবার নবদম্পতি ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। গলায় লাল গোলাপের মালা। দুজনেই যেন আনন্দে আত্মহারা। এর আগেও বুলবুলকে অরুণ লালের সঙ্গে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় সফরসঙ্গী হিসেবে। অবশেষে তাঁদের সম্পর্কে সিলমোহর পড়ল রবিবার। বিয়ের পিঁড়ি অবধি পৌঁছাল সেই সম্পর্ক। উল্লেখ্য, বুলবুল গত ছ’ বছর ধরে শিয়ালদহের এক বেসরকারি স্কুলে পড়াচ্ছেন । তার আগে প্রায় আট-সাড়ে আট বছর অন্য একটি স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন।
এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন সাবা করিম, স্নেহাশিস গাঙ্গুলি, সৌরাশিস লাহিড়ীসহ সিএবি–র কর্তারা। এদিন বিয়ের আসরে কনে বুলবুল সাহা সেজেছিলেন কারুকার্য করা মেরুণ রঙের লেহঙ্গায়। গায়ে প্রচুর গহনা। অন্যদিকে, বর অরুণ লাল সেজেছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবির ওপর মেরুণ রঙেল জহর কোটে।
পরিবারের লোকেদের সম্মতিতে, তাঁদের সঙ্গে নিয়ে নতুন পথ চলা শুরু অরুণ লাল এবং বুলবুল সাহার। রেজিস্ট্রির কিছু ছবি শেয়ার করেন বুলবুল নিজেই। আর সারাজীবন একসঙ্গে থাকার বার্তাও দিয়েছেন।
প্রথম স্ত্রীর ইচ্ছেতেই বুলবুলকে বিয়ে করলেন অরুণলাল। বাংলার হেড কোচ যখন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, তখন থেকেই পাশে ছিলেন বুলবুল। পাশে থেকে সবসময় উৎসাহ জোগাতেন। অরুণলালের দেখাশোনার দায়িত্বও তিনি কাঁধে তুলে নিয়েছিলেন। অরুণলালের প্রথম স্ত্রীও অসুস্থ। তাঁর দেখাশোনার দায়িত্বও স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছেন বুলবুল। দীর্ঘদিন ধরেই অরুণলালের ছায়াসঙ্গী তিনি।