'আমি যে রিকশাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি কি আমার হবে।' এই গান এক সময় ভীষণ জনপ্রিয় হয়েছিল। মাধবী ধরা দিয়েছে কিনা জানা নেই, তবে আমার আপনার মুশকিল আসানে এঁরাই ভরসা। প্রখর রোদে, ঝমঝমে বৃষ্টিতে, রাতবিরেতে পথে এঁরাই এগলি ওগলি ঘুরে আপনাকে পৌঁছে দেবে গন্তব্যে। এঁরা রিকশাওয়ালা।