২০ এপ্রিল, ২০২৪

Women: কুসংস্কারকে ফুঁৎকারে উড়িয়ে বাংলার মীনাক্ষী মান্না নৌকার হাল ধরেন, জানুন কাহিনী (প্রথম পর্ব)
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-09 16:20:06   Share:   

সৌমেন সুর: যুগে যুগে নারীদের কত পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা দিতে হয়েছে তাঁদের কর্মকাণ্ডে এবং চরিত্রেরও। প্রতিটি পরীক্ষায় কখনো তারা উত্তীর্ন কখনো অনুত্তীর্ন। ঋগবেদে একটা কথা আছে- 'মেয়েরা নৌকায় পা রাখলে আর হাল ধরলে, লক্ষ্মী ছেড়ে যাবে সংসার হতে।' ঋকবেদের এই উচ্চারিত কুসংস্কারকে এক ফু্ৎকারে উড়িয়ে দিয়ে, বাংলার মীনাক্ষী মান্না নৌকার হাল ধরেন। কে এই মীনাক্ষী মান্না, প্রশ্ন উঠতেই পারে। সর্বোপরি তিনি একজন অতি সাধারণ ঘরের খেটে খাওয়া এক সংগ্রামী-রমনী। আমাকে মুগ্ধ করেছে তাঁর সংগ্রামের স্টাইল। এক অকুতোভয় সংগ্রামশীল মহিলা। গভীর সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে তিনি মাছ ধরেছেন। ইলিশ, পমফ্রেট, বাউল ইত্যাদি মাছ। সমুদ্রের বিপুল জলরাশির মধ্যে তিনি একা।

মীনাক্ষী বলেছেন, 'মাছ ধরার অভ্যাস সেই ছোটবেলা থেকেই। বাবার বাড়ি জমি জায়গা ছিল নদী-সমুদ্রের কাছে। তাই চাষঘর ছিল। চাষঘরে এসে রোজ ডিঙি নৌকায় চেপে সমুদ্রে ভাসতাম। আবার ছাঁকনি জাল দিয়ে নদীনালায় মাছ ধরতাম। এসব মেয়েলিপনা একসময় সংসার চালানোর পাথেয় হবে, তা কোনদিন ভাবিনি।' স্বামী মণীন্দ্রর জমিজিরেত নেই, শুধু নৌকা আর সম্বল জাল। কাঁথি্ ব্লকের মোঠলা খালে ডিঙি নৌকায় মাছ ধরে সংসার চলত তাদের। (চলবে)  তথ্যঋণ: রাজকুমার পাণ্ডা


Follow us on :