ছোট্ট হাতে (Small Hands) ছোট্ট ঢাক। মনের আনন্দে একের পর এক বোল ফোটাচ্ছে একরত্তি শিশু (Small Child)। ঢাকের তালে এলাকা মাতাচ্ছে ছোট্ট সুমন। মাত্র সাড়ে তিন বছরের সুমন বাদ্যকর (Suman Badyakar) এখন আদুরে হাতে ঢাক (Dhak) বাজিয়ে এলাকার মানুষের মন জয় করেছে। দুর্গাপুরের লাউদোহা থানার নতুনডাঙা এলাকায় থাকে ছোট্ট সুমন। গোটা পরিবার ঢাক বাজিয়েই সংসার চালায়। কিন্তু পুজোর মরসুম (Pujo Season) ছাড়া বছরের বাকি সময়টা খুব কষ্টে চলে সংসার (Family)। কিন্তু তাতে কি, সকালে ছোট্ট সুমনের হাতে ঢাকের আওয়াজ শুনে ঘুম ভাঙে এলাকার মানুষের।
সকাল-সন্ধ্যা দুবেলা সুমনের নিয়মিত অভ্যাস রয়েছে ঢাক বাজানোর। মামার ঢাক বাজানো দেখে হাতেখড়ি সুমনের। মামার অনুপ্রেরণাতেই ঢাকের কাঠিতে বোল তোলা। পরিবার সূত্রে জানা গেছে, সে মামার কাছে ছোট্ট ঢাক কিনে দেওয়ার আবদার করেছিল। ভাগ্নের আবদারে মামা সুমনের হাতে তুলে দিয়েছিলেন ঢাক। আর আজ ছোট্ট হাতে মামার সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই করছে সাড়ে তিন বছরের সুমন বাদ্যকর। বাবা দিনমজুর। কখনও কখনও অন্যের জমিতে চাষ করে, আবার কখনও রাজমিস্ত্রির কাজ করে সুমনের বাবা সংসার চালান। সুমনের মামার বাড়িরও একই অবস্থা। অভাবের পরিবারে আজ সুমন যেন উজ্জ্বলতম প্রতিভা।
সামনের একটি অঙ্গনওয়াড়ি স্কুলে যায় সুমন। পাড়ার লোকজনও গর্বিত সাড়ে তিন বছরের সুমনের বাজনায়। সুমনের হাতে ঢাকের বাজনা শুরু হলেই এলাকার মানুষ ভিড় জমান তার বাড়িতে। মোবাইলে লেন্সবন্দি করেন তার প্রতিভা। কিন্তু এতে তো আর পেট ভরে না। তাই সরকারি সহযোগিতার আবেদন পরিবারের।