২৮ মার্চ, ২০২৪

Obesity: বাচ্চাদের মধ্যে স্থুলতায় হতে পারে অকালমৃত্যু, এখনই হয়ে যান সাবধান!
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-30 12:32:08   Share:   

ওবেসিটির সমস্যা এখন প্রত্যেক বাড়িতেই দেখা যায়। তবে চিন্তার কারণ হয়ে উঠছে, যখন মানুষটি জানেনই না যে, তাঁর স্থুলতা রয়েছে কিনা। এখন স্থুলতা বা ওবেসিটি বাচ্চা থেকে বয়স্ক সবারই দেখতে পাওয়া যায়। এককথায় বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওবেসিটি বর্তমানে বিশ্বে মহামারীর আকার ধারণ করতে শুরু করেছে। তাই বিশেষজ্ঞরা এখন ছোটদের ওবেসিটির উপর বিশেষ নজর দিতে বলেছেন। কারণ ছোট থেকই ওজন বৃদ্ধি হতে থাকলে তা পরে ওবেসিটির আকার ধারণ করবেই। যা পরে আরও শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, বাচ্চাদের ওজন বৃদ্ধি হতে থাকলে প্রথম থেকেই তা নিয়ন্ত্রণে রাখা।

বর্তমান যুগের জীবনযাত্রা ধরণই ওই রোগের জন্য দায়ী বলে ধরা যেতে পারে। কারণ আগেকার দিনের মত বাচ্চাদের এখন আর মাঠে খেলাধুলো করতে দেখা যায় না, তাদের দেখা যায় ফোনের মধ্য়ে মুখ গুজে বসে থাকতে। যার ফলে তাদের এক্সারসাইজ তো দূর, খেলাধুলোও বন্ধ হয়ে গিয়েছে। ফলে ওজন বৃদ্ধি হতেই থাকে। এছাড়াও বেশি করে ফাস্টফুড খাওয়াও স্থুলতার অন্যতম প্রধান কারণ। আর ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেখা যায় বিভিন্ন জটিল সমস্যা। স্থুলতার ফলে বাচ্চাদের মধ্যেই দেখা যায় কার্ডিওভাসকুলার রোগ, ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সমস্যা। এমনকী অকালপ্রয়াণ পর্যন্ত ঘটতে পারে। তাই স্থুলতার সমস্যা আছে কিনা, তা জানার জন্য প্রথমেই পরীক্ষা করে দেখা দরকার।


Follow us on :