যুব সমাজ পারলে অনেক কিছুই করতে পারে। কখনও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আবার কখনও অসুস্থ রোগীকে সুস্থ করতে পথে নামে তারা। এমনই ছবি একাধিকবার উঠে এসেছে। এবার শিল্প শহর হলদিয়ায় (haldia) দেখা গেল একই ছবি।
ক্যান্সার (cancer) আক্রান্ত মাত্র ৩ বছরের এক শিশুর চিকিৎসার খরচ জোগাড় করতে গিটার হাতে রাস্তায় নেমেছেন হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল পড়ুয়া (students)। পথচলতি মানুষজনকে গান শুনিয়ে অর্থ সংগ্ৰহ করছেন তাঁরা। গত দু'সপ্তাহ ধরে কলেজ চত্বরের পাশাপাশি শহরের সিটি সেন্টার মলের (city center mall) সামনে গান নিয়ে হাজির ছিলেন পড়ুয়ারা। রাস্তার পাশে বসে কখনও হিন্দি, কখনও বা বাংলা গান গাইছেন তাঁরা। আর তারই ফাঁকে ফাঁকে সাহায্য চাইছেন পথচলতি মানুষজনের কাছে। যে যেমন সাহায্য দিচ্ছেন, তা নিয়ে বাক্সে জমিয়ে রাখছেন। বিপদের দিনে অসহায় সহ নাগরিকের পাশে দাঁড়াতে গান-বাজনার মাধ্যমে কলেজ পড়ুয়াদের অর্থ সংগ্রহের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন হলদিয়ার মানুষ।
কয়েকদিনে এভাবেই তাঁদের হাতে উঠে এসেছে সাড়ে ১৪ হাজার টাকা। উত্তর চব্বিশ পরগণার ঘোলা থানার বটতলা এলাকার ক্যান্সার আক্রান্ত শিশু প্রিন্স দে-এর পরিবারের লোকজনের হাতে সংগৃহীত সেই অর্থ তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তাঁরা। জানা গেছে, ১ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয় ফুটফুটে প্রিন্স। তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে প্রয়োজন কয়েক লক্ষ টাকা। কিন্তু চিকিৎসার সেই টাকা জোগাড়ের সামর্থ্য নেই বাবার। তিনি পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। সেই খবর পান পড়ুয়ারা। এরপরই এগিয়ে আসেন তাঁরা।