ফোন (Phone) কানে হাঁটবেন না, এতে বিপদ ঘটতে পারে---এই ধরনের সতর্কবার্তা আমরা কেউ খুব একটা গা করি না। ফলে যে কোনও সময় ঘটে যেতে পারে বড় বিপদ। এমনকি মৃত্যুও ঘটে থাকে অসতর্কতার ফলে। নেটপাড়ায়(Social Media) এমন অনেক ভিডিও প্রায়শই দেখা যায়। এবারও এমনই একটি ভিডিও ভাইরাল(Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে কানে ফোন দিয়ে হাঁটতে হাঁটতে ম্যানহোলের মধ্যে পড়ে গেলেন এক মহিলা। সিসিটিভি ফুটেজে (CCTV Footage) ধরা পড়ল সেই ছবি।
উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) রাজধানী পাটনায় (Patna)। ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তার মাঝে একটি ম্যানহোল (Manhole) খোলা ছিল। ওই মহিলা ফোনে কথা বলতে বলতে একটি অটো রিকশার পিছনে হাঁটছিলেন। অটো-রিকশাটি এগিয়ে যেতেই মহিলাটি অসাবধানবশত পড়ে যান ম্যানহোলে। ওখানে উপস্থিত লোকজন দ্রুত ছুটে আসেন। কিছুক্ষণ চেষ্টার পর তাঁকে উদ্ধার করে গর্ত থেকে বের করে আনেন। কপালজোরে এইবারের মতো বেঁচে যান ওই মহিলা।
মুহূর্তের মধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়ে যায়। আর ভিডিও দেখার পর কেউ কেউ মন্তব্য করেছেন, রাস্তা-ঘাটে চলাচলের সময় ওই মহিলার আরও সচেতন হওয়া উচিত ছিল। আবার কেউ কেউ বলছেন, প্রশাসন ম্যানহোলের ঢাকনা সরালেও পথচারীদের জন্য কেন কোনও সতর্ক সংকেত রাখেনি? এভাবে ম্যানহোল খোলা থাকলে যে কোনও সময় বড় বিপদ ঘটে যেতে পারে বলে মনে করছেন নেটাগরিকরা।