২৬ এপ্রিল, ২০২৪

Sir: বাংলার বাঘের শৈশব এবং সংক্ষিপ্ত জীবন (প্রথম পর্ব)
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-12 09:51:29   Share:   

সৌমেন সুর: ১৮৬৪-র ২৯ জুন কলকাতার বৌ বাজারে জন্মগ্রহণ করেন আশুতোষ মুখোপাধ্যায়। বাবা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন ডাক্তার, মা জগত্তারিনী দেবী ছিলেন আদর্শ মহিলা। আশুতোষের জন্মের কিছুদিন পরে তাঁর বাবা বৌবাজার ছেড়ে ভবানীপুরের চক্রবেড়িয়া অঞ্চলে চলে আসেন। সেখানে চক্রবেড়িয়া পাঠশালায় আশুতোষ ভর্তি হয়েছিলেন। তাঁর বাল্যশিক্ষা এখান থেকেই শুরু। তিনি শৈশব থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। অঙ্কে ছিলেন মাস্টার, অনেক কঠিন অঙ্ক অনায়াসে সমাধান করে ফেলতেন। তাঁর মেধা থেকে ইংরেজ সরকার শিক্ষা দফতরের উচ্চপদে চাকরি দিতে চাইলে, তিনি তা প্রত্যাখান করেন।

তিনি জানতেন চাকরি গ্রহণ করলেও, ইংরেজ সরকার তাঁকে ইংরেজদের সমমর্যাদা দেবে না। তাই চাকরি প্রত্যাখান করেন। তিনি গণিতে এমএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরের বছর পদার্থ বিদ্যায় এমএ পাশ করেন। এখানেই তিনি থেমে থাকেননি, আইন পরীক্ষাতেও পাশ করেন। (চলবে)


Follow us on :