বাঞ্ছারামের বাগান (bancharamer bagan) ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত তপন সিংহ (Tapan Singh) পরিচালিত একটি চলচ্চিত্র। ছবির নাম ভূমিকায় অভিনয় করেন মনোজ মিত্র (Manaj Mitra)। তাঁরই সাজানো বাগান নাটক অবলম্বনে এই ছবিটি (movie) নির্মিত হয়। ছবিটি ১৯৮০ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জয় করে। তবে সেই কথা সকলেরই জানা। আজও বাঞ্ছারামের পদবী কেউ জানতে পেরেছেন কি?
নদিয়ার (nadia) শান্তিপুরে কিন্তু খুঁজে পাওয়া গেছে বাঞ্ছারামকে। শান্তিপুর ব্লকের গয়েশপুর (gayeshpur) পঞ্চায়েতের অন্তর্গত আলুই পাড়া বাউসোডাঙা গ্রামের বাসিন্দা বাঞ্ছারাম ধারা (Bancharam Dhara)। নাম না জানা বহু পুরাতন বাবুর বাগান বাঞ্ছারামের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। চার ভাইয়ের ভাগে পড়েছে ১৫ টি লিচু গাছ সহ বাগানের একাংশ। গাছের গুঁড়িগুলি দেখেই বোঝা যায় বেশ কয়েকশো বছরের পুরনো। এলাকার প্রবীণরা অবশ্য জানাচ্ছেন, তাঁদের দাদু ঠাকুরদারাও এইভাবেই দেখে আসছেন। একটি গাছে ৪০ থেকে ৫০ হাজার লিচু ফলন হয় আজও। আলুই পাড়ায় পাশাপাশি বেশ কয়েকটি লিচুবাগান আছে। যার মধ্যে বাঞ্ছারামের বাগান অন্যতম। অনেকের মতেই, ফল উৎপাদন এবং পুরাতনের দিক থেকে এটি নদিয়া জেলার অন্যতম শ্রেষ্ঠ লিচু বাগান।
যদিও সেই বাঞ্ছারামের বাগান এই বাঞ্ছারাম ধারা কিনা, তা স্পষ্ট নয়। তবে বাঞ্ছারাম ধারা অতশত জানেন না কিছুই, বরং সিনেমার কথা শুনে তিনি বেশ ঘাবড়ে যান। তবে বাগানের বিষয়ে খুব বেশি মুখ খুললেন না পরিবারও। কিন্তু চার ভাইয়ের সমগ্র বাগানটি যে তাঁরা অত্যন্ত যত্নেই রেখেছেন তা দেখেই বোঝা যাচ্ছে।