২৯ মার্চ, ২০২৪

LOVE: প্রেম কতটা দীর্ঘস্থায়ী !
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-13 13:44:30   Share:   

জীবনে প্রেমে (Love) পড়েন নি একটিবারের জন্যও এমন মানুষের সংখ্যা খুবই কম। অনেকেই রে রে করে উঠবে, মানেটা কি আমিও কোনও দিন প্রেমে পড়িনি। বাড়ির থেকে বিয়ে দিয়েছে তাই নিয়েই সুখে (নাকি দুঃখে) আছি। এটা বাস্তব ৬০-এর দশকের আগে প্রেম নামক বিষয়টি নিয়ে সাহিত্যচর্চা হয়েছে। কিন্তু প্রকাশ্যে দৃশ্যমান হয়েছে খুবই কম। রবীন্দ্রনাথের (Rabindranath Tagore) প্রেমের গান তবে এলো কী ভাবে? অথবা নষ্টনীড়ের মতো গল্প বা চোখের বালির মতো পরকীয়া এলো কী  করে? রবীন্দ্রনাথ নিশ্চই বিদেশি সাহিত্য পড়ে মনের মাধুরী মিশিয়ে লেখালেখি করেননি। প্রেমের বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন রবি ঠাকুর তাঁর অধিকাংশ লেখনীতে। প্রেম চিরকাল ছিল। পুরানের অর্জুন থেকে শেক্সপিয়রের রোমিও জুলিয়েট অবধি। কিন্তু এই প্রেমের ইতিহাস লিখতে গেলে আরও একটি উপন্যাস হয়ে যাবে বোধকরি।

আজকের বিষয় প্রেম কতটা দীর্ঘস্থায়ী ? অবুঝ প্রশ্ন। মানুষ যখন প্রেমে পরে তখন পৃথিবী একদিকে, আর প্রেমিক বা প্রেমিকা আরেক দিকে চলে যায়। সে তো না হয় সবাই জানে কিন্তু প্রেমের পরিণতি কী ? এখানেও রবীন্দ্রনাথ। তাঁর শেষের কবিতাতে নায়ক নায়িকার বিচ্ছেদ হচ্ছে।  কিন্তু আবার রবীন্দ্রনাথের সমাপ্তিতে প্রেম এসেছে দেরিতে এবং শেষে সুখে সমাপ্ত হচ্ছে। ঠিক আছে, প্রেম কতটা দীর্ঘস্থায়ী, এই প্রশ্নের উত্তরে বলা যায় যে, বিয়ের আগে একটু জনসমাগমের থেকে দূরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা , মনের আদান প্রদান ইত্যাদি। এখানেও বাস্তব কতটা কাজের কথা হয়। একেবারেই সামান্য। প্রেম করতে গিয়ে স্কুল-কলেজ বা অফিসার গল্পতো আর হয় না।  এরপর হলো বিয়ে। একেবারে রাতে ঘনিষ্ঠ হয়ে সারাদিনের গল্প ইত্যাদি হয়। কিন্তু সকাল থেকে রাত অবধি এক স্বামী নাকি তাঁর স্ত্রীর সঙ্গে মাত্র ৭ মিনিটের বেশি প্রেমের গল্প করেন না বলে বিশেষজ্ঞদের বক্তব্য। তাহলে মনের প্রেম টিকে থাকে দৈনিক ৭ মিনিট? 


Follow us on :