রবিবার ওয়ার্ল্ড লাফিং ডে (World Lughing Day)। মে মাসের প্রথম রবিবার বিশ্বজুড়ে পালিত হয় বিশেষ এই দিনটি। আর এই বিশেষ দিনে মূল বার্তা, সুস্থ থাকার জন্য হাসুন, প্রাণ খুলে হাসুন। এই বার্তাকে সামনে রেখে দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টার চতুরঙ্গ ময়দানে বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে বিভিন্ন প্রকারের হাসির ব্যায়ামের নির্দশন রাখলেন সমাজকর্মী প্রণয় রায়।
দুর্গাপুর ইস্পাত কারখানার (Durgapur Steel Factory ) অবসরপ্রাপ্ত কর্মী প্রণয় রায়। পারতেন জীবনের সঞ্চিত অর্থ দিয়ে স্বামী-স্ত্রী দুজনে সুখের জীবন কাটাতে। কিন্তু সামাজিক দায়বদ্ধতার তাগিদ থেকে সমাজকর্মী প্রণয় রায় এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের পাশাপাশি গৃহবধূদের সবাইকে নিয়ে এই হাসির ব্যায়াম করান প্রতিদিন সকালে। এক-আধ বছর নয়। টানা কুড়ি বছর ধরে এইভাবে নিঃস্বার্থভাবে এলাকার মানুষকে হতাশা থেকে মুক্তি দিতে নিরলস পরিশ্রম করে চলেছেন।
বছর পাঁচেক আগে একমাত্র সন্তান চলে গেছে না ফেরার দেশে। যে যন্ত্রণা সমাজকর্মী প্রণয় রায়কে কুড়ে কুড়ে খায়। কিন্তু হেরে যাননি প্রণয়বাবু। নিজে তো হাসছেন। পাড়ার সমস্ত প্রবীণ নাগরিকদেরও হাসাচ্ছেন।
ওয়ার্ল্ড লাফিং ডে-তে এটাই ছিল দুর্গাপুরবাসীর কাছে একটা বড় উপহার। শুধু বিশেষ দিনে নয়, প্রতিদিন নিয়ম করে হাসতে হবে। টেনশন থাকবে। চাপা যন্ত্রণা থাকবে। কিন্তু এর মাঝেই মুখের হাসিটা থাকতে হবে। হাসির উপকরণ আজ হারিয়ে যাচ্ছে। গ্রাস করছে হতাশা। হাজারো টেনশনে আজ প্রাণ ওষ্ঠাগত। এই অবস্থায় দুর্গাপুরের সমাজকর্মী প্রণয় রায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।