পার্বতী। বয়স ২৪ বছর। তামিলনাড়ুর মাদুরাইয়ে মীনাক্ষ্মী মন্দিরই তাঁর আস্তানা। কিন্তু ক্রমেই ক্ষীণ হয়ে আসছে তার দৃষ্টি। চিকিত্সার ভাষায় যা আসলে ছানি। কিন্তু সেই ছানির সমস্যা সমাধানেই থাইল্যান্ড থেকে ছুটে এল বিশেষজ্ঞ চিকিত্সকের দল। সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগের এক বিশেষজ্ঞের নেতৃত্বে গতকাল পৌঁছেছে সাত সদস্যের সেই দল। তাঁরা পার্বতীকে পরীক্ষা করে চিকিত্সাও শুরু করে দিয়েছেন।
সমস্যাটা অবশ্য হালের, এমন নয়। জেলার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পার্বতী এই সমস্যায় ভুগছে বেশ কয়েক মাস ধরে। প্রথমে রোগ ধরা পড়ে তার বাঁ চোখে। তারপর ধীরে ধীরে তা আরও খারাপের দিকে যায়।
রাজ্যের এক মন্ত্রী নিজে গোটা ব্যবস্থার তদারকি করছেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই চিকিত্সক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। ওই মন্ত্রীর কথামতো, পার্বতীর বাঁ চোখের সমস্যার বিষয়টি তিনি লক্ষ্য করেন অন্তত ৬ বছর আগে। এখন তার ডান চোখও আক্রান্ত। সবচেয়ে ভালো ডাক্তার এবং ভালো বন্দোবস্তের মধ্যেই পার্বতীর চিকিত্সা চলছে। যতক্ষণ না সে পুরোপুরি সুস্থ হচ্ছে, এমন প্রচেষ্টাই চালিয়ে যাওয়া হবে।
তবে জানা গিয়েছে, অস্ত্রোপচারে সমস্যার পাকাপাকি সমাধান সম্ভব কি না, তা নিয়ে চিকিত্সকরা স্পষ্ট করে কিছু জানাননি।