গ্রীষ্মকাল পড়তেই আমের চাহিদা বাড়ে দ্বিগুণ। কিন্তু এবছর আমের ফলন কম হওয়ায় মাথায় হাত পড়েছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের আমচাষিদের। বহিঃরাজ্য কিংবা কলকাতায় আম পাঠানোও বন্ধ হয়ে গেছে। আম বিক্রি করে চাষের খরচই উঠবে না বলে মনে করছেন কৃষকরা।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের ফরাক্কা এলাকায় প্রায় ৮০০ হেক্টর জমিতে আমের বাগান আছে। এখানকার বহু মানুষ এই আমবাগানের উপর নির্ভরশীল। অনেকে অন্যের বাগান ঠিকাতে নিয়ে আম চাষ করেন।
কৃষকদের দাবি, গত বছর আমের ফলন ভালো হয়েছিল। কিন্তু দাম ছিল না। এছাড়াও করোনা পরিস্থিতি ছিল। তাই আম চাষ করে লাভ হয়নি। তবে এই বছর আমের দাম থাকলেও ফলন অত্যন্তই কম।
চাষিদের আরও দাবি, এই বছর স্বাভাবিকের মাত্র ৫ শতাংশ আম উৎপাদন হয়েছে। যার ফলে বাইরের রাজ্য বা কলকাতায় আম পাঠানো বন্ধ হয়ে গিয়েছে। তাই ফরাক্কার আম স্থানীয় বাজারগুলিতেই বিক্রি হচ্ছে। কৃষকদের কাতর আবেদন, আম চাষের ব্যাপারে তাঁরা যদি সরকারি সহায়তা পেতেন, তাহলে তাঁদের খুব উপকার হত।