রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করছে একটি ক্রিকেট (cricket) দল। তবে সেখানে খেলোয়াড়রা একটু অন্যরকম। কারও একটি পা নেই, কারও বা এক হাত নেই। কিন্তু তাঁরা মানসিকভাবে খুবই শক্তিশালী। ১০০ শতাংশ বিশেষভাবে সক্ষম (disabled) খেলোয়াড়দের নিয়ে চলছে এই ক্রিকেট খেলা।
জানা যায়, বাংলা (bangla) ও ঝাড়খণ্ডের (jharkhand) মধ্যে অনুষ্ঠিত হচ্ছে দুদিনের ক্রিকেট ম্যাচ। ম্যাচটি টি ২০ (T-20), দুদিনের এই খেলা। অনুষ্ঠিত হচ্ছে অশোকনগর স্টেডিয়ামে (Ashoknagar Stadium)। প্রত্যেক বছর এই ক্রিকেট প্লেয়ারদের (cricket player) নিয়ে হয় খেলাটি। রাজ্যের বিভিন্ন প্রান্তেই হয়ে থাকে খেলা। তবে এবার খেলাটি অনুষ্ঠিত হচ্ছে অশোকনগরে। দেশের বিভিন্ন প্রান্তে বিশেষভাবে সক্ষমদের ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন এই খেলোয়াড়রা। এক পায়েই কেউ করছেন ফিল্ডিং, আবার কেউ করছেন ব্যাটিং। বলা বাহুল্য, মানসিক শক্তিতেই তাঁরা এই লড়াই চালাচ্ছেন।