ব্রেকিং নিউজ
India: অঢেল প্রাকৃতিক সম্পদ ও মেধা, তবুও ব্র্যান্ডহীন ভারত!
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-10 19:01:58


সত্যজিত্ মুখোপাধ্যায়: গড় ভারতীয়দের (Indian) জাতীয় আয় কি বড়লোক দেশগুলির আশেপাশেও আছে? এই প্রশ্নের উত্তর নানাভাবে আসতে পারে। অর্থনীতিবিদরা (Economist) এক ধরনের তথ্য দেবেন। সরকারি তথ্য ভিন্ন পথেও আসবে। এ দেশকে অর্থনৈতিক স্বনির্ভরতা দেওয়ার প্রচেষ্টা নতুন নয়। আজকের মেক ইন ইন্ডিয়ার (Make in India) বীজমন্ত্র লুকিয়ে আছে নেহরু-মহলানবিশের মেলবন্ধনে। স্বাধীনতার পর থেকে দেশকে স্বনির্ভর করে তুলে ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠনের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এগিয়ে আসেন প্রশান্তচন্দ্র মহলানবীশ। এরপর শতদ্রু আর গঙ্গায় অনেক জল প্রবাহিত হয়েছে। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে প্রশ্ন থেকেই গেছে। সাম্প্রতিক একাধিক সমীক্ষা বলছে, দেশের নিজস্ব প্রোডাক্ট ব্র্যান্ডও (Own Product Brand) একের পর এক হাতছাড়া হচ্ছে। সমীক্ষায় বলা হচ্ছে, এদেশে একাধিক বৃহৎ পুঁজিপতিরা থাকেন। কিন্তু বিশ্ব বাজারে তাঁদের উৎপাদিত পণ্যের কোনও হদিশ বা চাহিদা নেই। এশিয়ার একাধিক দেশ, যেমন দক্ষিণ কোরিয়ার (South Korea) মোবাইল সংস্থাটি এখন বিশ্ব কাঁপাচ্ছে। চিনও (China) সেই পথে। উল্টো পথে হেঁটে এদেশের বাসমতি চাল ও নিমও এখন পশ্চিমী দেশের হাতের ব্র্যান্ড।
নিদেনপক্ষে এদেশের হাতে একটা নিজস্ব গাড়ির ব্র্যান্ডও (Car Brand) নেই। কিন্তু তথ্য বলছে, এদেশ লোহা আকরিক উত্তোলনের পর তা রফতানি করে। এদেশের মেধাও বিশ্ববন্দিত। কিন্তু স্বাধীনতার এত বছর পরও উজাড় করা প্রাকৃতিক সম্পদ ও মেধা থাকা সত্বেও, কেন এত বড় একটা দেশের নিজস্ব মোবাইল ব্র্যান্ড হল না, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে মেক ইন ইন্ডিয়ার স্লোগানকে ঘিরে।