১৯ এপ্রিল, ২০২৪

Referee: কাতার বিশ্বকাপে ইতিহাস, মেসি-রোনাল্ডোদের সামলাতে বাঁশি মুখে দেখা যাবে মহিলা রেফারিদের
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-11 16:32:42   Share:   

রাজা সাহা: কাতার বিশ্বকাপ (Qatar World Cup) বোধহয় 'ইতিহাস' তৈরির 'ইতিহাস' করবে। বাঁশি মুখে এবার প্রথমবার মেসি, নেইমারদের ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে মহিলা রেফারিদের। ম্যাচ পরিচালনায় এবার থাকছেন ৬ জন মহিলা রেফারি (Woman Referee)। যাদের ৩ জন রেফারি, ৩ জন সহকারী রেফারি। ইতিমধ্যেই ফিফা (FIFA) ২০২২ কাতার বিশ্বকাপের জন্য রেফারিদের তালিকা প্রকাশ করেছে। আসন্ন বিশ্বকাপে ৩৬ জন রেফারি থাকছেন। সহকারী রেফারি থাকছেন ৬২ জন।২৪ জন ভিডিও  অ্যাসিস্টেন্ট রেফারি থাকছেন।

মহিলা রেফারিরা, যারা এবার ম্যাচ পরিচালনা করবেন তারা হলেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট, রোয়ান্ডার সালিমা মুকানসঙ্গা, জাপানের ইয়শিমি ইয়ামাশিতা। ৩ মহিলা সহকারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনায় দেখা যাবে ব্রাজিলের নিউজা বাক, মেক্সিকোর কারেন ডিয়াজ, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেজবিটকে। একাধিক গুরুত্বপূর্ন টুর্নামেন্টে সাফল্যের সঙ্গে ম্যাচ পরিচালনা করেছেন এই মহিলা রেফারিরা। ফলে এক নতুন ইতিহাসের সামনে দাড়িয়ে ফুটবল বিশ্ব।

মেসি,নেইমার, রোনাল্ডো বিশ্ব ফুটবলের এই তাবড় নামদের কাতারের সবুজ গালিচায় সামলাবেন মহিলারা। নব্বই মিনিট সুষ্ঠু খেলা পরিচালনার প্রয়োজনে এঁরা কড়া হবেন, আবার  প্রয়োজনে হবেন নরম। এঁদের দেখানো লালকার্ড, হলুদ কার্ড অনেক খেলার ভাগ্য নির্ধারণ করবে। অতএব রেফারিংকে পেশা হিসেবে নিতে চাওয়া অনেকের কাছেই এই বিশ্বকাপ হয়ে থাকবে অনুপ্রেরণা।


Follow us on :