২৯ মার্চ, ২০২৪

Fifa: আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের আগে উঠে এল ফন গালের অজানা গল্প
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-09 19:43:21   Share:   

লুই ফন গাল (Louis van Gaal)। আর্জেন্টিনা ম্যাচের আগে নেদারল্যান্ডস শিবিরে রূপকথার মতো উঠে আসছে চিফ কোচের গল্প। জীবনযুদ্ধের গল্প। ৭১ বছরের ফন গাল ডাচ ফুটবলের নমস্য ব্যক্তিত্ব। কোচের কেবিনেটে অন্তত ২০টি বড় ট্রফি রয়েছে। বিশ্বকাপের (World Cup) ইতিহাসে তিনি তৃতীয় কোচ, যিনি ৭০ পেরিয়ে দৌড়ে যাচ্ছেন। সবচেয়ে বড় কথা, দু'বছর আগেই প্রস্টেট ক্যান্সার (Cancer) ধরা পড়ে তাঁর। কিন্তু ফুটবলাররা ঘুণাক্ষরেও টের পাননি। কোচ চাননি ফোকাস সরে যাক। শেষ পর্যন্ত খবরটা জানাজানি হয় গত এপ্রিলে।

ততদিনে ২৫টি রেডিয়েশন থেরাপি হয়ে গিয়েছে কোচের। ২০২১ সালে যখন ডাচেরা বিশ্বকাপের টিকিট পায়, তখন হুইল চেয়ারে বসে কোচিং কাটিয়েছেন তিনি। তাই নিয়েই হাজির থেকেছেন প্র্যাক্টিস সেশনে। ইস্পাতের মতো মানসিকতা। ১৯৯৪ সালে স্ত্রী ফেরানদাকে হারিয়েছেন। তিনিও ক্যানসার আক্রান্ত হয়েছিলেন। তখন ফান গাল সবে ৩৯।

ভেঙে পড়লেও নতুনভাবে লড়াই শুরু করেন কিংবদন্তি কোচ। আর এবার তো নিজেকেও লড়তে হচ্ছে প্রতিদিন। কোচের জন্য ম্যাচ জিততে চাইছেন ফুটবলাররা। কারণ, ভিতরে ভিতরে ঝাঁঝরা হয়েও লড়ে যাচ্ছেন ফান গাল। লড়তে হবে, জিততে হবে। মাঠ আর মাঠের বাইরে কমলা বিপলবের নায়কের নাম ফান গাল।


Follow us on :