২৯ মার্চ, ২০২৪

Argentina: কাতার বিশ্বকাপে অঘটন! সৌদি আরবের কাছে হার আর্জেন্টিনার, চাপে মেসিরা
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-22 17:53:17   Share:   

কাতার বিশ্বকাপের (Qatar World Cup) গ্রুপ সি-র প্রথম ম্যাচে অঘটন। লুসেইল স্টেডিয়ামে আরব্য রজনী, ২-১ গোলে আর্জেন্টিনাকে হারালো সৌদি আরব (Saudi Araba beats Argentina)। মঙ্গলবার প্রথম থেকেই নীল-সাদা জার্সির দাপট থাকলেও মাত্র একবার বল জালে জড়াতে পেরেছে তারা। তাও পেনাল্টিতে মেসির গোল। তিন তিনটি গোল অফ সাইডের জন্য বাতিল হয়েছে, যার মধ্যে একটা মেসির পা থেকে। এই ম্যাচের প্রথম অর্ধে ১-০ গোলে এগিয়ে ছিল নীল-সাদা ব্রিগেড। কিন্তু দ্বিতীয় অর্ধে ঘুরে দাঁড়ায় সৌদি। ৪৮ মিনিটে খেলায় সমতা ফেরান সালেহ। পাশাপাশি  ৫৩ মিনিটে গোল করে সৌদিকে এগিয়ে দেন সালেম।

তারপর সৌদির গোল বক্সে একাধিকবার ডি মারিয়া, মেসিরা ঢুকে গেলেও বল জালে জড়াতে পারেননি। প্রতিবার সৌদি গোলরক্ষক মহম্মদ এলোওয়াইসের হাতে আটকেছে আর্জেন্টিনার আক্রমণ। বল পজেশন, কর্নার কিক; প্রতিক্ষেত্রে নীল-সাদা ব্রিগেড সৌদির থেকে এগিয়ে থাকলেও ২-১ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় মেসিদের। এদিন প্রথম থেকেই আর্জেন্টিনার আক্রমণকে একাধিকবার অফ সাইডের ট্র্যাপে ফেলে সৌদি ডিফেন্স। সেই ট্র্যাপেই বাতিল মার্টিনেজের গোল। মঙ্গলবার ভার প্রযুক্তির মাধ্যমেই পেনাল্টি পায় আর্জেন্টিনা আবার এই প্রযুক্তির মাধ্যমে অফ সাইডে নিশ্চিত বাতিল হয় মার্টিনেজের গোল। প্রতিপক্ষের স্ট্র্যাটেজিতে ৯০ মিনিট সেভাবে নড়াচড়া করতেই পারেননি লিওনেল মেসি। আটকে দেওয়া হয়েছিল ডি মারিয়ার ডিফেন্স চেরা পাসও।

২৭ নভেম্বর এই গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো, পয়লা নভেম্বর নীল-সাদা ব্রিগেড খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে।


Follow us on :