১৬ এপ্রিল, ২০২৪

Referee: বিশ্বকাপে নতুন থ্রি-ডি টেকনলোজি! আরও কম সময়ে অফসাইডের সিদ্ধান্ত
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-19 13:27:45   Share:   

ফুটবল বিশ্বকাপ (Qatar World Cup) শুরুর আগে শেষ সময়ের প্রস্তুতি চলছে রেফারিদেরও। আর এবারের বিশ্বকাপে (World Cup 2022) ভিএআর পদ্ধতিতে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। যার ফলে আরও কম সময় অফসাইডের (OFF Side) নির্ভুল সিদ্ধান্ত দিতে পরবেন রেফারিরা। বিশ্বকাপ শুরুর আগে জানালেন রেফারি চিফ কলিনা। সেমি অটোমেটিক অফসাইড টেকনলোজিতে কঠিন সিদ্ধান্তও রেফারিরা নিতে পারবেন এক সেকেন্ডের মধ্যে। এমনটাই দাবি করেন কলিনা।

সঙ্গে থাকছে 3D অ্যানিমেটেড ভিজুয়াল, যা গ্যালারিতে থাকা দর্শকরা জায়েন্ট স্ক্রিনে দেখতে পাবেন। ভিএআরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রত্যেক স্টেডিয়ামে ১২টি ক্যামেরা, ২৯টি পয়েন্ট ধরবে প্রত্যেক ফুটবলারের। তার সঙ্গে থাকছে ফুটবলের মধ্যে সেন্সর, যা আরও সুবিধা করে দেবে রেফারিদের সিদ্ধান্ত নিতে। ম্যাচ চলাকালীন যাতে কোন সমস্যা না হয়, তাই প্রত্যেক দলের কোচেদেরও এই নতুন পদ্ধতির কথা জানিয়েছেন রেফারিরা।

যাতে তারা ফুটবলারদেরকে পদ্ধতি সম্পর্কে সচেতন করতে পারেন, জানালেন রেফারি চিফ কলিনা। বিশ্বকাপের আগে দুটো ফিফা টুর্নামেন্টে এই পদ্ধতির প্রয়োগ সফল হয়েছে।


Follow us on :