১৯ এপ্রিল, ২০২৪

Referee: রেফারিকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে! সেন্সর লাগানো সেই ফুটবলে খেলবেন মেসি-রোনাল্ডোরা
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-09 21:32:35   Share:   

কাতার বিশ্বকাপে (Qatar World Cup) প্রথম খেলা হতে চলছে 'আল রিহলা' নামের বল দিয়ে। আল রিহলার আরবি অর্থ 'ভ্রমণ'। এবারের বিশ্বকাপের জন্যই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে এই বিশেষ ধরনের ফুটবল (Football)। যার মধ্যে থাকছে সেন্সর। এই সেন্সরই অফসাইডের (Off Side) সময় লাইনসম্যানের কাজকে সুবিধাজনক করে দেবে। প্রযুক্তির কারণে কঠিন সিদ্ধান্ত খুব সহজেই নির্ভুলভাবে নিতে পারবেন রেফারিরা।

তবে শুধু তাই নয় বিশ্বকাপের এই ফুটবলটি কাতারের সংস্কৃতি, স্থাপত্য, ঐতিহ্যবাহী নৌকা ও পতাকা থেকে অনুপ্রেরণা নিয়েই প্রস্তুত করা হয়েছে। বলটির ওজন ৪২০ গ্রাম অর্থাৎ খুব হালকা হওয়ায় বলটি অনেক বেশি দ্রুতগামী। এমনটাই দবি করেছে বল  প্রস্ততকারী সংস্থা। আর এর একটি বলের ভারতীয় টাকায় দাম আনুমানিক ১৫ হাজার টাকা। এখন শুধু বাঁশি বাজার অপেক্ষা। 


Follow us on :