২৫ এপ্রিল, ২০২৪

Match: নেদারল্যান্ডের শেষ ১৬ কার্যত নিশ্চিত, ব্রিটিশদের শেষ ম্যাচ অবধি অপেক্ষা
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-26 13:14:20   Share:   

দুরন্ত ভ্যালেন্সিয়া, ফের ত্রাতার ভূমিকায় ইকুয়েডর (Ecuador) অধিকনায়ক। আটকে গেলো ডাচ দল, কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডের (Netherland) বিরুদ্ধে শুরুতে পিছিয়ে থেকেও ড্র করল লাতিন আমেরিকার (USA) এই দেশ। শুরুর ৬ মিনিটেই গাকপোর গোলে এগিয়ে যায় লুইস ভ্যান গালের ছেলেরা। গোটা খলিফা স্টেডিয়াম তখন দেখছে কমলা ঝড়। মাঝমাঠ ঝকঝকে নেদারল্যান্ডের (Netherland)। তবে গোল এল না আর উপরন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ভ্যালেন্সিয়ার গোলে সমতায় ফেরে ইকুয়েডর। ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল দুই দলকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অপেক্ষাকৃত সহজ দল কাতারের বিরুদ্ধে খেলবে নেদারল্যান্ড। ফলে শেষ ১৬ (Round of 16) কার্যত নিশ্চিত করে ফেলল ডাচ দল, এমনটা বলাই যায়। পয়েন্ট তালিকায় ২ ম্যাচ খেলে এখন ৪ পয়েন্ট কমলা ব্রিগেডের। পাশাপাশি দুই ম্যাচ খেলে একই পয়েন্ট পেয়ে শেষ ১৬ নিশ্চিত করতে মঙ্গলবারের সেনেগাল ম্যাচের পয়েন্টের জন্য অপেক্ষা করতেই হচ্ছে ইকুয়েডরকে।

অন্যদিকে বিশ্বকাপের শুরু ঝড়ের মতো হলেও দ্বিতীয় ম্যাচেই নড়বড়ে দেখাল  সাউথগেটের ইংল্যান্ডকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ড্র করল হ্যারি কেনরা। একাধিক মিস পাস শেষ করে দিল ইংল্যান্ডের জয়ের স্বপ্ন। দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকলেও শেষ ১৬ যে নিশ্চিত ইংল্যান্ডের, এমনটা এখনই বলা যায় না। কারণ শেষ ম্যাচে ইংল্যান্ড খেলবে ওয়েলসের বিরুদ্ধে। পয়েন্ট টেবিলে শেষে থাকলেও গ্যারেথ বেলরা যে সহজেই ম্যাচ ছাড়বে না এটা নিশ্চিত। ফলে শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতেই হচ্ছে ইংল্যান্ডকে।


Follow us on :