২৯ মার্চ, ২০২৪

World Cup: মরোক্কো হারলেও দিল জিতেছে উত্তর আফ্রিকার দেশ! নেপথ্যের কারিগর কোচ ওয়ালিদ, জানুন তাঁকে
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-15 12:26:30   Share:   

মরোক্কোর রূপকথা থামিয়ে বিশ্বকাপ ফাইনালে (World Cup 2022 Final) ফ্রান্স (France)। এমবাপে (Kylian Mbappe), গ্রিজমান আর বিশ্বকাপের মাঝে দাঁড়িয়ে শুধু লিও মেসি (Lionel Messi)। ফরাসি বিপ্লবের মাঝেও মরক্কোর ফুটবলে মজে গিয়েছে বিশ্ব ফুটবল। হাকিমি, আমবারাতারা ফরাসি দূর্গে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন। শেষরক্ষা হয়তো হয়নি। তবে ওয়ালিদ রেগরেগুয়ের (Walid Regragui)দলকে নিয়ে প্রশংসার বন্যা বইছে। মরক্কো কোচ অবশ্য ম্যাচের আগে বেজায় ধর্ম সংকটে পড়েছিলেন। ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ ছিল ওয়ালিদের জন্মভূমি বনাম পিতৃভূমির ম্যাচ। জন্ম, বেড়ে ওঠা, ফুটবলের প্রথম পাঠ, সবটাই ফ্রান্সে। রাজধানী প্যারিস থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কোবে ইয়েসেন। ওখানেই জন্ম ওয়ালিদের। দিজো, আজাকসিও সহ ফ্রান্সের পাঁচটি ক্লাবেও খেলেছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে খেলেছেন অলিভার জিরুডের সঙ্গে। সেই জিরুড এখন ৫৩টি গোল করে সর্বোচ্চ গোলদাতা ফ্রান্সের। টপকে গিয়েছেন থিওরি অঁরিকে। পরে অবশ্য মরক্কোয় পাড়ি ওয়ালিদের। খেলেছেন আটলাস সিংহের জার্সিতে। ম্যাচের আগে ওয়ালিদ মুখে কুলুপ এঁটেছিলেন। চাননি কোনওমতে ফুটবল থেকে ফোকাস সরে যাক। তিনি পেশাদার কোচ। ফ্রান্সকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন। কিন্তু দাপট দেখিয়েও হার মানতে হয়।

তবে আলোচ্য বিষয়, প্রথম আফ্রিকান দেশ হিসেবে শেষ চারে পৌঁছেছিল মরক্কো। ইতিহাসে লেখা থাকবে ওয়ালিদ আর তাঁর ছেলেদের নাম। তৃতীয় স্থান দখলের ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামবে মরক্কো। ম্যাচ জিতলে ওয়ালিদের মুকুটে নতুন পালক যুক্ত হবে। ফ্রান্সে জন্মানো মরোক্কান কোচ কি পারবেন আরও একটা মাইলস্টোন তৈরি করতে?


Follow us on :